বিডিজেন ডেস্ক
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে ঐতিহ্যবাহী কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের রাষ্ট্রাচারপ্রধান তাঁকে অভ্যর্থনা জানান। এরপর অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।
এরপর হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রসচিব, প্রেসিডেন্টের সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিনী, উপ হাইকমিশনার ও হাইকমিশনের প্রেস কাউন্সেলর উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে ঐতিহ্যবাহী কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের রাষ্ট্রাচারপ্রধান তাঁকে অভ্যর্থনা জানান। এরপর অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।
এরপর হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রসচিব, প্রেসিডেন্টের সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিনী, উপ হাইকমিশনার ও হাইকমিশনের প্রেস কাউন্সেলর উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।