বিডিজেন ডেস্ক
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে ঐতিহ্যবাহী কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের রাষ্ট্রাচারপ্রধান তাঁকে অভ্যর্থনা জানান। এরপর অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।
এরপর হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রসচিব, প্রেসিডেন্টের সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিনী, উপ হাইকমিশনার ও হাইকমিশনের প্রেস কাউন্সেলর উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে ঐতিহ্যবাহী কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের রাষ্ট্রাচারপ্রধান তাঁকে অভ্যর্থনা জানান। এরপর অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।
এরপর হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রসচিব, প্রেসিডেন্টের সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিনী, উপ হাইকমিশনার ও হাইকমিশনের প্রেস কাউন্সেলর উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।
মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।
ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি কাশ্মীরসহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।