logo
প্রবাসের খবর

হিথরো বন্ধ, এমিরেটসের লন্ডনগামী ফ্লাইট বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ মার্চ ২০২৫
Copied!
হিথরো বন্ধ, এমিরেটসের  লন্ডনগামী  ফ্লাইট বাতিল
এমিরেটসের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সুবিধা যুক্ত ফ্লাইট এ৩৫০। ছবি: গালফ নিউজ

নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ রয়েছে। এ কারণে আজ শুক্রবার লন্ডনে আসা-যাওয়া করা একাধিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।

দুবাইভিত্তিক বিমান সংস্থাটি ঘোষণা করেছে, হিথরো সাময়িকভাবে বন্ধ থাকার কারণে যেসব পরিষেবাগুলো পরিচালনা করা হবে না তা হলো– EK001/002, EK029/030 ও EK031/032।

এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের ভ্রমণ আজ হবে না। বিমান সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আপডেট জানাবে।

এমিরেটস জানিয়েছে, যাত্রীদের ভ্রমণের আগে আপডেটের জন্য ওয়েবসাইটটি দেখা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি পেতে Manage Your Booking এর মাধ্যমে তাদের যোগাযোগের বিবরণ আপ টু ডেট আছে কি না তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের যুক্তরাজ্যের অন্য বিমানবন্দরে ভ্রমণ পুনরায় বুক করার বা পরবর্তী তারিখের জন্য পুনঃনির্ধারণের সুযোগ রয়েছে। যারা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে বুকিং করেছেন, তাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অন্যদিকে যারা সরাসরি এমিরেটসের সঙ্গে বুকিং করেছেন, তারা সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন। বিমান সংস্থাটি যেকোনো অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।

পশ্চিম লন্ডনের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর লন্ডন হিথরো বিমানবন্দর শুক্রবার বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যাহত হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনা ইউরোপের ব্যস্ততম এবং বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

হিথরোতে এই বিঘ্নের ফলে বিশ্বব্যাপী ভ্রমণে তীব্র প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিমান সংস্থা ও যাত্রীরা বিলম্ব যাত্রা কিংবা ফ্লাইট বাতিলের সম্মুখীন হবেন। ভ্রমণকারীদের সর্বশেষ আপডেটের জন্য তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

১ দিন আগে

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

১ দিন আগে

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

৩ দিন আগে