logo
প্রবাসের খবর

হিথরো বন্ধ, এমিরেটসের লন্ডনগামী ফ্লাইট বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ মার্চ ২০২৫
Copied!
হিথরো বন্ধ, এমিরেটসের  লন্ডনগামী  ফ্লাইট বাতিল
এমিরেটসের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সুবিধা যুক্ত ফ্লাইট এ৩৫০। ছবি: গালফ নিউজ

নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ রয়েছে। এ কারণে আজ শুক্রবার লন্ডনে আসা-যাওয়া করা একাধিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।

দুবাইভিত্তিক বিমান সংস্থাটি ঘোষণা করেছে, হিথরো সাময়িকভাবে বন্ধ থাকার কারণে যেসব পরিষেবাগুলো পরিচালনা করা হবে না তা হলো– EK001/002, EK029/030 ও EK031/032।

এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের ভ্রমণ আজ হবে না। বিমান সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আপডেট জানাবে।

এমিরেটস জানিয়েছে, যাত্রীদের ভ্রমণের আগে আপডেটের জন্য ওয়েবসাইটটি দেখা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি পেতে Manage Your Booking এর মাধ্যমে তাদের যোগাযোগের বিবরণ আপ টু ডেট আছে কি না তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের যুক্তরাজ্যের অন্য বিমানবন্দরে ভ্রমণ পুনরায় বুক করার বা পরবর্তী তারিখের জন্য পুনঃনির্ধারণের সুযোগ রয়েছে। যারা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে বুকিং করেছেন, তাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অন্যদিকে যারা সরাসরি এমিরেটসের সঙ্গে বুকিং করেছেন, তারা সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন। বিমান সংস্থাটি যেকোনো অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।

পশ্চিম লন্ডনের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর লন্ডন হিথরো বিমানবন্দর শুক্রবার বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যাহত হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনা ইউরোপের ব্যস্ততম এবং বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

হিথরোতে এই বিঘ্নের ফলে বিশ্বব্যাপী ভ্রমণে তীব্র প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিমান সংস্থা ও যাত্রীরা বিলম্ব যাত্রা কিংবা ফ্লাইট বাতিলের সম্মুখীন হবেন। ভ্রমণকারীদের সর্বশেষ আপডেটের জন্য তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৫ দিন আগে