logo
প্রবাসের খবর

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে
সুইজারল্যান্ডের পতাকা। ছবি: সংগৃহীত

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই সূচক প্রকাশ করা হয়।

সুইজারল্যান্ডের পরের ৪টি স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর।

এ বছর প্রথমবারের মতো চীন শীর্ষ দশে প্রবেশ করেছে। ১০ম স্থানে উঠে জার্মানিকে পেছনে ফেলেছে।

প্রায় ৮০টি সূচক–যেমন গবেষণা ও উন্নয়ন (R&D) খরচ, ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ, পেটেন্ট আবেদন এবং সৃজনশীল উৎপাদনের ভিত্তিতে তৈরি এ সূচকে সুইজারল্যান্ডের অগ্রগতি বিশেষভাবে দৃশ্যমান মানবসম্পদ, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে।

তবে প্রতিবেদনে কিছু উদ্বেগও তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী গবেষণা ও উন্নয়ন খাতের প্রবৃদ্ধি মন্থর হয়েছে। ২০২৪ সালে তা নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে এবং ২০২৫ সালে আরও কমে ২ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ গত বছর ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বেশির ভাগ প্রবৃদ্ধি এসেছে কয়েকটি বড় চুক্তি থেকে। আর সামগ্রিক চুক্তির সংখ্যা কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

‘সুইজারল্যান্ড উদ্ভাবনে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করে চলেছে, তবে পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় শীর্ষস্থান ধরে রাখতে হলেও অভিযোজন জরুরি,’ সূচক প্রকাশ অনুষ্ঠানে বলেন ডব্লিউআইপিওর মহাপরিচালক ড্যারেন ট্যাং।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারত, ভিয়েতনাম ও মরক্কোর মতো মধ্যম আয়ের দেশগুলো তাদের অর্থনৈতিক অবস্থানের তুলনায় অনেক বেশি সাফল্য দেখাচ্ছে উদ্ভাবনী সক্ষমতা ও উৎপাদনে।

সুইজারল্যান্ড যখন উদ্ভাবনের শীর্ষে আরও একটি বছর উদযাপন করছে, তখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এই নেতৃত্ব ধরে রাখতে হলে প্রযুক্তি, বিনিয়োগ এবং শিল্প খাতে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি।

আরও দেখুন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।

১ দিন আগে

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

৪ দিন আগে

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

৫ দিন আগে