
বিডিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তিসূচক প্রকাশ করেছে।
শান্তিপূর্ণ দেশ নির্ধারণে নানা বিষয় বিবেচনায় নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। প্রধান তিনটি বিষয় হলো—সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ হলো—
১. আইসল্যান্ড (ইউরোপ)
২. আয়ারল্যান্ড (ইউরোপ)
৩. অস্ট্রিয়া (ইউরোপ)
৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
৬. সুইজারল্যান্ড (ইউরোপ)
৭. পর্তুগাল (ইউরোপ)
৮. ডেনমার্ক (ইউরোপ)
৯. স্লোভেনিয়া (ইউরোপ)
১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
সূত্র: ফোর্বস ইন্ডিয়া

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তিসূচক প্রকাশ করেছে।
শান্তিপূর্ণ দেশ নির্ধারণে নানা বিষয় বিবেচনায় নিয়ে থাকে প্রতিষ্ঠানটি। প্রধান তিনটি বিষয় হলো—সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ হলো—
১. আইসল্যান্ড (ইউরোপ)
২. আয়ারল্যান্ড (ইউরোপ)
৩. অস্ট্রিয়া (ইউরোপ)
৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
৬. সুইজারল্যান্ড (ইউরোপ)
৭. পর্তুগাল (ইউরোপ)
৮. ডেনমার্ক (ইউরোপ)
৯. স্লোভেনিয়া (ইউরোপ)
১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
সূত্র: ফোর্বস ইন্ডিয়া
“তারা দূর দেশে, প্রিয়জনদের থেকে বহু দূরে থেকে কাজ করেন—শুধু ঘরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই পথে তারা নিজের আনন্দের মুহূর্তগুলো হারিয়ে ফেলেন,” বড় মঞ্চে দর্শকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে বলেন আসিফ।
হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে। প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।
জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।
সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।