বিডিজেন ডেস্ক
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ১ হাজারের বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীদের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ওয়াফা নিউজ।
সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজায় ৩১০ জনের বেশি স্বাস্থ্যসেবাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। একই সঙ্গে তারা গাজায় ওষুধ-চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছে। স্বাস্থ্য প্রতিনিধি ও সার্জনদের প্রবেশে বাধা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।
এক বছরের বেশি সময় ধরে চলা এই নির্বিচার হামলায় গাজায় নারী-শিশুসহ ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে।
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ১ হাজারের বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীদের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ওয়াফা নিউজ।
সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজায় ৩১০ জনের বেশি স্বাস্থ্যসেবাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। একই সঙ্গে তারা গাজায় ওষুধ-চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছে। স্বাস্থ্য প্রতিনিধি ও সার্জনদের প্রবেশে বাধা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।
এক বছরের বেশি সময় ধরে চলা এই নির্বিচার হামলায় গাজায় নারী-শিশুসহ ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে।
আরও পড়ুন
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।
কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।