বিডিজেন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতা এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাথ এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণলায় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন।
ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে, তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির। ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, ‘হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল, ওই ভবন ধসে আমাদের মাথার ওপর এসে পড়বে।’ হামলার মুখে স্ত্রী–সন্তানদের নিয়ে ভোররাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আবাসিক ওই ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুরো ভবন ধসে পড়েছে। ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতর। অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন
লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতা এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাথ এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণলায় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন।
ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে, তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির। ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, ‘হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল, ওই ভবন ধসে আমাদের মাথার ওপর এসে পড়বে।’ হামলার মুখে স্ত্রী–সন্তানদের নিয়ে ভোররাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আবাসিক ওই ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুরো ভবন ধসে পড়েছে। ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতর। অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।