বিডিজেন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতা এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাথ এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণলায় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন।
ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে, তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির। ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, ‘হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল, ওই ভবন ধসে আমাদের মাথার ওপর এসে পড়বে।’ হামলার মুখে স্ত্রী–সন্তানদের নিয়ে ভোররাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আবাসিক ওই ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুরো ভবন ধসে পড়েছে। ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতর। অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন
লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতা এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাথ এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণলায় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন।
ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে, তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির। ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, ‘হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল, ওই ভবন ধসে আমাদের মাথার ওপর এসে পড়বে।’ হামলার মুখে স্ত্রী–সন্তানদের নিয়ে ভোররাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আবাসিক ওই ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুরো ভবন ধসে পড়েছে। ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতর। অন্তত ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।