logo
প্রবাসের খবর

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে চালু আছে এনআইডি কার্যক্রম

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৫ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে চালু আছে এনআইডি কার্যক্রম
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস থেকে নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের প্রতি এই আহ্বান জানানো হয়।

দূতাবাস জানিয়েছে বর্তমানে বাংলাদেশ দূতাবাসে নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

1000046376

হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের হাইকমিশনের সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সরাসরি বাংলাদেশ হাইকমিশন (ঠিকানা: ৮ লরোং ইয়াপ কোয়ান সেং, ৫০৪৫০ কুয়ালালামপুর) থেকে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এ ছাড়া, যারা ইতিমধ্যে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তারা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

অন্যদিকে, যে সব আবেদনকারীর স্মার্ট এনআইডি কার্ড দূতাবাসে এসে পৌঁছেছে, তারাও সংশ্লিষ্ট কাউন্টার থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হবে—

ক) অনলাইনে পূরণ করা ফরম-২ক এর প্রিন্টেড কপি।

খ) মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট।

গ) অনলাইন জন্মনিবন্ধন সনদ।

ঘ) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সদ্য তোলা)।

ঙ) ব্যাংকে ৭৫ রিঙ্গিত ফি জমা দেওয়ার মূল রসিদ।
(হিসাব নম্বর: 564427560878, NID Services of Bangladesh High Commission, May Bank)

চ) নাগরিকত্ব সনদ (মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান বা ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও কর্তৃক প্রদত্ত)।

ছ) বাবা-মার জাতীয় পরিচয়পত্র (NID) অথবা মৃত্যু নিবন্ধন সনদ।

জ) প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ (পিএসসি, জেএসসি, এসএসসি বা সমমান)।

ঝ) বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং স্বামী বা স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে)।

ঞ) স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের কপি (যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস বা হোল্ডিং ট্যাক্সের রসিদ)।

নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে, ভিজিট করুন: https://services.nidw.gov.bd
এই সেবা গ্রহণের জন্য সকল প্রবাসীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুন

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে। প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।

২ দিন আগে

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।

২ দিন আগে

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

২ দিন আগে

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী মেডিকেল সেন্টারসমূহকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুব্যবস্থাপনার আওতায় আনার জন্য গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

৩ দিন আগে