
বিডিজেন ডেস্ক

গৃহকর্মী সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে গত ১৮ মাসে ৩০ হাজারের বেশি গৃহকর্মী কমেছে। নিয়োগের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে গৃহকর্মীর এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটিতে গৃহকর্মীদের মোট সংখ্যা ছিল ৭ লাখ ৮০ হাজার ৯৩০ জন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এ সংখ্যা ছিল ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন।
সংশ্লিষ্টরা জানান, বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা, উপসাগরীয় অন্যান্য দেশে চাহিদা বৃদ্ধি হওয়ায় কুয়েতে গৃহকর্মী সংকট বাড়ছে।
কুয়েতের গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলী জানান, শ্রমিকদের আগমনের আগে ফি আরোপের বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি এশীয় দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে। এছাড়া কিছু গৃহকর্মী ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে কুয়েতি পরিবারগুলো গৃহকর্মীদের ওপর নির্ভরশীল হতে পারছে না।
এই কর্মকর্তার মতে, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকদের ঘাটতি আরও বৃদ্ধি পাচ্ছে। ওই সব দেশ থেকে শ্রমিকরা আরও ভালো কাজের প্রস্তাব পাচ্ছেন এবং কাজের শর্ত দ্বারা আকৃষ্ট হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, নিয়োগ নীতি বা আন্তর্জাতিক চুক্তিতে পরিবর্তন না আনলে কুয়েতে গৃহকর্মীর ঘাটতি অব্যাহত থাকতে পারে।

গৃহকর্মী সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে গত ১৮ মাসে ৩০ হাজারের বেশি গৃহকর্মী কমেছে। নিয়োগের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে গৃহকর্মীর এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটিতে গৃহকর্মীদের মোট সংখ্যা ছিল ৭ লাখ ৮০ হাজার ৯৩০ জন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এ সংখ্যা ছিল ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন।
সংশ্লিষ্টরা জানান, বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা, উপসাগরীয় অন্যান্য দেশে চাহিদা বৃদ্ধি হওয়ায় কুয়েতে গৃহকর্মী সংকট বাড়ছে।
কুয়েতের গৃহকর্মী নিয়োগ অফিসের কর্মকর্তা হামাদ আল আলী জানান, শ্রমিকদের আগমনের আগে ফি আরোপের বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি এশীয় দেশ কুয়েতে শ্রম রপ্তানি কমিয়ে দিয়েছে। এছাড়া কিছু গৃহকর্মী ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে কুয়েতি পরিবারগুলো গৃহকর্মীদের ওপর নির্ভরশীল হতে পারছে না।
এই কর্মকর্তার মতে, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকদের ঘাটতি আরও বৃদ্ধি পাচ্ছে। ওই সব দেশ থেকে শ্রমিকরা আরও ভালো কাজের প্রস্তাব পাচ্ছেন এবং কাজের শর্ত দ্বারা আকৃষ্ট হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, নিয়োগ নীতি বা আন্তর্জাতিক চুক্তিতে পরিবর্তন না আনলে কুয়েতে গৃহকর্মীর ঘাটতি অব্যাহত থাকতে পারে।
২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।
সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।
সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়ক সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ডোমেনটস ও যাকাত (আওকাফ)।

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।
১৫ ঘণ্টা আগে