logo
প্রবাসের খবর

কাতার এয়ারওয়েজে মুনাফা বেড়েছে ৩৯%

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ অক্টোবর ২০২৪
Copied!
কাতার এয়ারওয়েজে মুনাফা বেড়েছে ৩৯%
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি: পেক্সেলস

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এয়ারওয়েজের বার্ষিক নিট মুনাফা ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১০ কোটি রিয়ালে ( আমেরিকান মুদ্রায় ১.৬৭ বিলিয়ন ডলার)। ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৯০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড পরিমাণ লাভ করেছে তারা। এক বছরে চার কোটি যাত্রী বহন করে এয়ারলাইনসটি। এর আগের অর্থবছরের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।

কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীর বলেন, সেবার মান, দক্ষতা ও লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে কাতার এয়ারওয়েজ। কৌশলগত কার্যক্রম চালানো এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করায় রেকর্ড পরিমাণ লাভ করা সম্ভব হয়েছে।

এ ছাড়া এ বছর কাতার এয়ারওয়েজ কার্গো ২০ বছর পূর্তি উদযাপন করেছে। বিশ্বের সেরা কার্গো পরিবহন সেবা দিয়ে থাকে তারা। মহামারির পর থেকেই যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। কাতার এয়ার ওয়েজের যাত্রীসংখ্যা বাড়ার কারণে নির্মাতা কোম্পানি বোয়িং ও এয়ারবাসের ওপর দ্রুত উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার চাপ বাড়ছে।

গত মে মাসে মোহাম্মদ আল-মীর বলেন, ডেলিভারির সময় এগিয়ে নিতে বোয়িং ও এয়ারবাসের উচিত যন্ত্রাংশ সরবরাহকারী কম্পানিগুলোর ওপর আরো চাপ প্রয়োগ করা।

আরও দেখুন

বিএনপির আবুধাবি শাখার ৭ নভেম্বর উদ্‌যাপন

বিএনপির আবুধাবি শাখার ৭ নভেম্বর উদ্‌যাপন

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।

১১ ঘণ্টা আগে

দুবাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

দুবাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

মৃত প্রবাসী আশিকুর রহমান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকার হাসানপুরের বাসিন্দা।

১৪ ঘণ্টা আগে

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

অনুষ্ঠানে মিশকাতুল মাসাবিহ থেকে হাদিস পাঠ ও ঐতিহ্যবাহী আমামাহ (পাগড়ি) অনুষ্ঠান সম্পন্ন হয়। যা আলিমিয়্যাহ শিক্ষার সমাপ্তি ও ‘মাওলানা’ উপাধির প্রতীকী স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দারুল উলুম অনলাইনের (ডুইউও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলিমিয়্যাহ সনদ প্রদান করা হয়।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

এই ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

১৫ ঘণ্টা আগে