logo
প্রবাসের খবর

কাতার এয়ারওয়েজে মুনাফা বেড়েছে ৩৯%

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ অক্টোবর ২০২৪
Copied!
কাতার এয়ারওয়েজে মুনাফা বেড়েছে ৩৯%
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি: পেক্সেলস

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এয়ারওয়েজের বার্ষিক নিট মুনাফা ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১০ কোটি রিয়ালে ( আমেরিকান মুদ্রায় ১.৬৭ বিলিয়ন ডলার)। ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৯০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড পরিমাণ লাভ করেছে তারা। এক বছরে চার কোটি যাত্রী বহন করে এয়ারলাইনসটি। এর আগের অর্থবছরের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।

কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীর বলেন, সেবার মান, দক্ষতা ও লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে কাতার এয়ারওয়েজ। কৌশলগত কার্যক্রম চালানো এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করায় রেকর্ড পরিমাণ লাভ করা সম্ভব হয়েছে।

এ ছাড়া এ বছর কাতার এয়ারওয়েজ কার্গো ২০ বছর পূর্তি উদযাপন করেছে। বিশ্বের সেরা কার্গো পরিবহন সেবা দিয়ে থাকে তারা। মহামারির পর থেকেই যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। কাতার এয়ার ওয়েজের যাত্রীসংখ্যা বাড়ার কারণে নির্মাতা কোম্পানি বোয়িং ও এয়ারবাসের ওপর দ্রুত উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার চাপ বাড়ছে।

গত মে মাসে মোহাম্মদ আল-মীর বলেন, ডেলিভারির সময় এগিয়ে নিতে বোয়িং ও এয়ারবাসের উচিত যন্ত্রাংশ সরবরাহকারী কম্পানিগুলোর ওপর আরো চাপ প্রয়োগ করা।

আরও পড়ুন

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

১ দিন আগে

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৬ মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।

২ দিন আগে

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন।

৬ দিন আগে