logo
প্রবাসের খবর

কাতার এয়ারওয়েজে মুনাফা বেড়েছে ৩৯%

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ অক্টোবর ২০২৪
Copied!
কাতার এয়ারওয়েজে মুনাফা বেড়েছে ৩৯%
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি: পেক্সেলস

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এয়ারওয়েজের বার্ষিক নিট মুনাফা ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১০ কোটি রিয়ালে ( আমেরিকান মুদ্রায় ১.৬৭ বিলিয়ন ডলার)। ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৯০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড পরিমাণ লাভ করেছে তারা। এক বছরে চার কোটি যাত্রী বহন করে এয়ারলাইনসটি। এর আগের অর্থবছরের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।

কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীর বলেন, সেবার মান, দক্ষতা ও লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে কাতার এয়ারওয়েজ। কৌশলগত কার্যক্রম চালানো এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করায় রেকর্ড পরিমাণ লাভ করা সম্ভব হয়েছে।

এ ছাড়া এ বছর কাতার এয়ারওয়েজ কার্গো ২০ বছর পূর্তি উদযাপন করেছে। বিশ্বের সেরা কার্গো পরিবহন সেবা দিয়ে থাকে তারা। মহামারির পর থেকেই যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। কাতার এয়ার ওয়েজের যাত্রীসংখ্যা বাড়ার কারণে নির্মাতা কোম্পানি বোয়িং ও এয়ারবাসের ওপর দ্রুত উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার চাপ বাড়ছে।

গত মে মাসে মোহাম্মদ আল-মীর বলেন, ডেলিভারির সময় এগিয়ে নিতে বোয়িং ও এয়ারবাসের উচিত যন্ত্রাংশ সরবরাহকারী কম্পানিগুলোর ওপর আরো চাপ প্রয়োগ করা।

আরও দেখুন

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

ব্রিটেনের নাগরিকত্ব হারানোর ঝুঁকির মুখে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৯০ লাখ মুসলিম

এই প্রতিবেদনটি থেকে বোঝা যায়, এই নীতির সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের ওপর। এসব দেশ থেকে আসা বিপুলসংখ্যক মুসলিম নাগরিক যুক্তরাজ্যে বসবাস করেন।

১৪ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

২ দিন আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

৩ দিন আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

৩ দিন আগে