logo
প্রবাসের খবর

হামাসপ্রধান সিনওয়ার নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৪
Copied!
হামাসপ্রধান সিনওয়ার নিহত
ইয়াহিয়া সিনওয়ার। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জেরুজালেম এ খবর দিয়েছে।

কয়েক মাস আগেই হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। সিনওয়ারকে হত্যার মধ্য দিয়ে নতুন করে বড় ধাক্কা খেল সংগঠনটি।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেত–এর যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন সিনওয়ার। ওই তিনজনের মরদেহের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি হামাস।

অবশ্য সিনওয়ারের মৃত্যুর বিষয়টি এর কিছুক্ষণ আগেই নিশ্চিত করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস। এক বিবৃতিতে তিনি বলেন, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হত্যাকাণ্ড ও নিষ্ঠুরতার জন্য ইয়াহিয়া সিনওয়ার দায়ী। তাঁকে হত্যা করাটা ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য বড় একটি সামরিক ও নৈতিক সফলতা।

ইরানের রাজধানী তেহরানে গত জুলাইয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। তিনি দীর্ঘদিন ইসরায়েলের কারাগারে ছিলেন। ২০১১ সালে তিনি বন্দী বিনিময়ের আওতায় মুক্তি পান।

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে বলেন, সিনওয়ারকে হত্যার খবর যদি শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়, তাহলে হামাসকে একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কারণ, ইতিমধ্যে হামাসের নেতৃত্বকাঠামো ভেঙে পড়েছে।

‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার’

এদিকে প্রায় দুই সপ্তাহ গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের’ এই ইসরায়েলি নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েল ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের নীতি’ হিসেবে প্রয়োগ করছে কি না, তার ওপর নজর রাখছে ওয়াশিংটন।

জাতিসংঘ জানায়, অক্টোবরের শুরু থেকে ১৩ দিন গাজায় কোনো ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখে গত বুধবার ৫০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল সরকার। যদিও অবরুদ্ধ এই উপত্যকায় দিনে ৩৫০ ট্রাক ত্রাণ প্রয়োজন।

গাজায় প্রকৃত অর্থেই দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ও কর্মসংস্থানবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। বার্লিনে বুধবার এক সংস্থাটির প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি বলেন, ‘এখানে বাস্তব ঝুঁকি রয়েছে। আমরা এমন পরিস্থিতিতে ঢুকে পড়েছি, দুর্ভাগ্যজনকভাবে যেখানে আবারও দুর্ভিক্ষ ও মারাত্মক অপুষ্টি দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।’

ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইসরায়েল নতুন করে লেবাননের টায়রে ও বেকা অঞ্চলের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গতকালও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা।

এদিকে বৃহস্পতিবার ও আগের দিন বুধবার ইসরায়েলের দুটি মারাকাভা ট্যাংক ধ্বংসের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত এলাকায় মুখোমুখি লড়াইয়ের সময় ‘গাইডেড মিসাইল’ দিয়ে ট্যাংক দুটি ধ্বংস করা হয় বলে হিজবুল্লাহ জানিয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ প্রবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ প্রবাসী গ্রেপ্তার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আজ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াতের রেকর্ড

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াতের রেকর্ড

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে ২০২৪ সালে রেকর্ড ১২ কোটি ৮০ লাখ যাত্রী যাতায়াত করেছে। যা এর আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। সৌদির পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়ছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

১৩ ঘণ্টা আগে

রমজানে কুয়েতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ছুটির নতুন নিয়ম

রমজানে কুয়েতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ছুটির নতুন নিয়ম

পবিত্র রমজান মাসে কুয়েতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ছুটির নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এই নিয়ম অনুযায়ী, রমজানের শেষ ১০ দিন তারা কোনো ছুটি নিতে পারবেন না।

১ দিন আগে

সৌদি মুদ্রার নতুন প্রতীক উন্মোচন

সৌদি মুদ্রার নতুন প্রতীক উন্মোচন

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করা হয়েছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই প্রতীক অনুমোদন করেছেন। স্থানীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

২ দিন আগে