logo
প্রবাসের খবর

সিডনিতে রাইজঅনের আয়োজনে ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’ অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৯ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে রাইজঅনের আয়োজনে ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’ অনুষ্ঠিত

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে রাইজঅনের বিশেষ আয়োজন ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’।

RiseOn, Sydney 2

রোববার ২৮ সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ার, নেটওয়ার্কিং ও প্রতিবন্ধী সেবায় বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনের একটি মিলনমেলা।

RiseOn, Sydney 3

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিনা স্কানদারি, মোর্তেজা ইব্রাহিমি, আসমা আলম (কাশফি), শওরভ হোসেন, মো. ফেরদৌস সিদ্দিকী, প্রতিভা বরাল, আবু বকর সিদ্দিক, মো. রাশেদ তারেক, নাসরিন হাওলাদার, ড. কাজী আবু সাঈদ (লেকচারার), কামাল পাশা, ড. নুসরাত শিরমেন, মো. আশিফ ইকবাল ও তামান্না রহমান।

RiseOn, Sydney 4

এ ছাড়াও, রাইজঅন পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের মধ্যে ছিলেন অংশগ্রহণকারী মাইকেল হেল, অংশগ্রহণকারীর কন্যা ডেনিস আলী, মুনির হুসনাইন, রাবিনা মুক্তান, ফারজানা চৌধুরী, আইশা বেগম, রুবাইয়াত ফারহা তাবিয়া ও জাওয়াদ সাত্তার।

RiseOn, Sydney 5

বক্তারা তাদের আলোচনায় উল্লেখ করেন, ভিন্ন ভিন্ন পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রতিবন্ধী সেবায় নতুন দিগন্ত উন্মোচন করে। সহযোগিতামূলক উদ্যোগই পারে সবার জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে।

RiseOn, Sydney 6

রাইজঅন কর্তৃপক্ষ জানায়, এ আয়োজন কেবল শুরু। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে, যেখানে থাকবে নতুন ধারণা, অভিজ্ঞতা বিনিময় ও অনুপ্রেরণার সুযোগ।

আরও দেখুন

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

১৯ ঘণ্টা আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

১৯ ঘণ্টা আগে

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

২ দিন আগে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৪ দিন আগে