মাহবুব সরকার, আবুধাবি থেকে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং সেখানে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।
মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার ও নার্সসহ বিভিন্ন সেক্টরে বেশি করে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ইব্রাহিম খোরির সহযোগিতা কামনা করেন।
ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব বিষয়ে তাঁর মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং সেখানে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।
মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার ও নার্সসহ বিভিন্ন সেক্টরে বেশি করে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ইব্রাহিম খোরির সহযোগিতা কামনা করেন।
ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব বিষয়ে তাঁর মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের রমজানে সবচেয়ে বেশি সময় উপবাস থেকে রোজা পালন করতে হবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের বাসিন্দাদের। সেখানে কোথাও কোথাও ২০ ঘণ্টা ৩০ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে। বিশেষ করে ফিনল্যান্ডের কিরুনা শহরে বেশি সময় থাকতে হবে রোজা।
মালয়েশিয়া, জাপান, ব্রুনেই ও ফিলিপাইনে আগামী রোববার (২ মার্চ) থেকে রমজান মাস শুরু হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশগুলোর সরকার এ ঘোষণা দিয়েছে।
সৌদি আরবে শুক্রবার (২৮ ফেব্রয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
গোল্ডেন ভিসা কিছু পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের রিয়েল এস্টেট, কর্মসংস্থান সৃষ্টি বা মূলধন স্থানান্তরের মতো নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে পর্তুগালে বসবাসের অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রদান করে।