মাহবুব সরকার, আবুধাবি থেকে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং সেখানে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।
মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার ও নার্সসহ বিভিন্ন সেক্টরে বেশি করে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ইব্রাহিম খোরির সহযোগিতা কামনা করেন।
ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব বিষয়ে তাঁর মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং সেখানে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।
মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার ও নার্সসহ বিভিন্ন সেক্টরে বেশি করে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ইব্রাহিম খোরির সহযোগিতা কামনা করেন।
ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব বিষয়ে তাঁর মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।