
বিডিজেন ডেস্ক

সৌদি আরবের মক্কা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মাগরিবের নামাজ আদায় করে গাড়িটিতে করে একটি রেস্টহাউজে যাচ্ছিলেন চার বন্ধু। পথেই বন্যার পানিতে তারা আটকা পড়েন। পরে গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।
আবদুল্লাহ আল জাহরানি নামে মৃতদের এক আত্মীয় বলেন, ‘আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেয়া উচিত ছিল। বৃষ্টিপাতের সময় সতর্কতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটত না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত, গাড়ি ও ভবন ডুবে যাচ্ছে এবং উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয় রেড অ্যালার্ট।
সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি তাদের রয়েছে। পাশাপাশি বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের মক্কা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মাগরিবের নামাজ আদায় করে গাড়িটিতে করে একটি রেস্টহাউজে যাচ্ছিলেন চার বন্ধু। পথেই বন্যার পানিতে তারা আটকা পড়েন। পরে গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।
আবদুল্লাহ আল জাহরানি নামে মৃতদের এক আত্মীয় বলেন, ‘আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেয়া উচিত ছিল। বৃষ্টিপাতের সময় সতর্কতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটত না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত, গাড়ি ও ভবন ডুবে যাচ্ছে এবং উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয় রেড অ্যালার্ট।
সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি তাদের রয়েছে। পাশাপাশি বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ করে সর্তকর্তা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।
কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণি বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।