
বিডিজেন ডেস্ক

আইনি কারণে প্রতিমাসে গড়ে তিন হাজার প্রবাসীকে কুয়েত থেকে ফেরত পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল আনবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফৌজদারি মামলায় সম্পর্কিত আদালতের আদেশ অথবা জনসাধারণের কল্যাণের জন্য প্রশাসনিক নির্বাসন আদেশের পরে এসব প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। স্পন্সর বা বহিষ্কৃত ব্যক্তির ভ্রমণ টিকিট না থাকলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যবস্থা করে দিচ্ছে। পরে টিকিটের মূল্য স্পন্সরের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য পরিশোধ না করা পর্যন্ত কোনো স্পন্সর বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাসন বিভাগ প্রবাসী আইন লঙ্ঘনকারীদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর জন্য কাজ করছে। একজন নির্বাসিত ব্যক্তির পাসপোর্ট বা জরুরি ভ্রমণ নথি থাকলে তাকে তিন দিনের বেশি হেফাজতে রাখা হচ্ছে না।
সম্প্রতি একটি নতুন নির্বাসন কেন্দ্র খুলেছে কুয়েত সরকার। যেখানে প্রায় এক হাজার পুরুষ এবং ৪০০ নারী থাকতে পারেন। নতুন এই ভবনটিতে স্বাস্থ্যসেবাসহ সকল প্রয়োজনীয় পরিষেবা রয়েছে।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আইনি কারণে প্রতিমাসে গড়ে তিন হাজার প্রবাসীকে কুয়েত থেকে ফেরত পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল আনবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফৌজদারি মামলায় সম্পর্কিত আদালতের আদেশ অথবা জনসাধারণের কল্যাণের জন্য প্রশাসনিক নির্বাসন আদেশের পরে এসব প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। স্পন্সর বা বহিষ্কৃত ব্যক্তির ভ্রমণ টিকিট না থাকলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যবস্থা করে দিচ্ছে। পরে টিকিটের মূল্য স্পন্সরের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য পরিশোধ না করা পর্যন্ত কোনো স্পন্সর বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাসন বিভাগ প্রবাসী আইন লঙ্ঘনকারীদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর জন্য কাজ করছে। একজন নির্বাসিত ব্যক্তির পাসপোর্ট বা জরুরি ভ্রমণ নথি থাকলে তাকে তিন দিনের বেশি হেফাজতে রাখা হচ্ছে না।
সম্প্রতি একটি নতুন নির্বাসন কেন্দ্র খুলেছে কুয়েত সরকার। যেখানে প্রায় এক হাজার পুরুষ এবং ৪০০ নারী থাকতে পারেন। নতুন এই ভবনটিতে স্বাস্থ্যসেবাসহ সকল প্রয়োজনীয় পরিষেবা রয়েছে।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
১ দিন আগে