logo
প্রবাসের খবর

জেদ্দা বইমেলায় ১ হাজারের বেশি প্রকাশনা অংশ নিয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৪
Copied!
জেদ্দা বইমেলায় ১ হাজারের বেশি প্রকাশনা অংশ নিয়েছে
জেদ্দা বইমেলায় আলোচনা অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।

খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।

সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।

এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।

সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’

আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।

গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।

সূত্র: আরব নিউজ

আরও দেখুন

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

৪ ঘণ্টা আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

৫ ঘণ্টা আগে

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

১ দিন আগে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩ দিন আগে