logo
প্রবাসের খবর

জেদ্দা বইমেলায় ১ হাজারের বেশি প্রকাশনা অংশ নিয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৪
Copied!
জেদ্দা বইমেলায় ১ হাজারের বেশি প্রকাশনা অংশ নিয়েছে
জেদ্দা বইমেলায় আলোচনা অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।

খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।

সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।

এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।

সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’

আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।

গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

১ দিন আগে

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

১ দিন আগে

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

৩ দিন আগে