
বিডিজেন ডেস্ক

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।
খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।
সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।
এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।
সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।
সূত্র: আরব নিউজ

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।
খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।
সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।
এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।
সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।
সূত্র: আরব নিউজ
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
১ দিন আগে