
বিডিজেন ডেস্ক

মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দরিদ্রতম ১০ দেশের মধ্যে ৯টিই আফ্রিকা মহাদেশের।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো—
১. দক্ষিণ সুদান (আফ্রিকা)
দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ (ইউএস) ডলার।
২. বুরুন্ডি (আফ্রিকা)
বুরুন্ডির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ (ইউএস) ডলার।
৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (আফ্রিকা)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ (ইউএস) ডলার।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (আফ্রিকা)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ (ইউএস) ডলার।
৫. মোজাম্বিক (আফ্রিকা)
মোজাম্বিকের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ (ইউএস) ডলার।
৬. নাইজার (আফ্রিকা)
নাইজারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ (ইউএস) ডলার।
৭. মালাউই (আফ্রিকা)
মালাউইর মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ (ইউএস) ডলার।
৮. লাইবেরিয়া (আফ্রিকা)
লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ (ইউএস) ডলার।
৯. মাদাগাস্কার (আফ্রিকা)
মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ (ইউএস) ডলার।
১০. ইয়েমেন
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের মাথাপিছু জিডিপি ২ হাজার (ইউএস) ডলার।
তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া

মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দরিদ্রতম ১০ দেশের মধ্যে ৯টিই আফ্রিকা মহাদেশের।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো—
১. দক্ষিণ সুদান (আফ্রিকা)
দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ (ইউএস) ডলার।
২. বুরুন্ডি (আফ্রিকা)
বুরুন্ডির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ (ইউএস) ডলার।
৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (আফ্রিকা)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ (ইউএস) ডলার।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (আফ্রিকা)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ (ইউএস) ডলার।
৫. মোজাম্বিক (আফ্রিকা)
মোজাম্বিকের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ (ইউএস) ডলার।
৬. নাইজার (আফ্রিকা)
নাইজারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ (ইউএস) ডলার।
৭. মালাউই (আফ্রিকা)
মালাউইর মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ (ইউএস) ডলার।
৮. লাইবেরিয়া (আফ্রিকা)
লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ (ইউএস) ডলার।
৯. মাদাগাস্কার (আফ্রিকা)
মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ (ইউএস) ডলার।
১০. ইয়েমেন
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের মাথাপিছু জিডিপি ২ হাজার (ইউএস) ডলার।
তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া
সিডনিতে বসবাসরত বুয়েট অ্যালামনাই পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং নতুন প্রজন্মকে একত্রিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দিনের হাসি-আনন্দ, খেলা আর বন্ধুত্বের মেলবন্ধন সকল অংশগ্রহণকারীর মনে তৈরি করে স্মরণীয় স্মৃতি।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “বিপদ থেকে পালিয়ে আসা লোকদের স্বাগত জানানোর ঐতিহ্য এই দেশের আছে। আমাদের উদারতা অবৈধ অভিবাসীদের আকর্ষণ করছে। অভিবাসনের গতি এবং মাত্রা দেশের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।”
বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।