বিডিজেন ডেস্ক
মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দরিদ্রতম ১০ দেশের মধ্যে ৯টিই আফ্রিকা মহাদেশের।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো—
১. দক্ষিণ সুদান (আফ্রিকা)
দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ (ইউএস) ডলার।
২. বুরুন্ডি (আফ্রিকা)
বুরুন্ডির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ (ইউএস) ডলার।
৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (আফ্রিকা)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ (ইউএস) ডলার।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (আফ্রিকা)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ (ইউএস) ডলার।
৫. মোজাম্বিক (আফ্রিকা)
মোজাম্বিকের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ (ইউএস) ডলার।
৬. নাইজার (আফ্রিকা)
নাইজারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ (ইউএস) ডলার।
৭. মালাউই (আফ্রিকা)
মালাউইর মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ (ইউএস) ডলার।
৮. লাইবেরিয়া (আফ্রিকা)
লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ (ইউএস) ডলার।
৯. মাদাগাস্কার (আফ্রিকা)
মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ (ইউএস) ডলার।
১০. ইয়েমেন
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের মাথাপিছু জিডিপি ২ হাজার (ইউএস) ডলার।
তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া
মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের দরিদ্রতম ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া। দরিদ্রতম ১০ দেশের মধ্যে ৯টিই আফ্রিকা মহাদেশের।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের ৬ সেপ্টেম্বরের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের দরিদ্রতম ১০টি দেশ হলো—
১. দক্ষিণ সুদান (আফ্রিকা)
দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি ৪৫৫ দশমিক ১৬ (ইউএস) ডলার।
২. বুরুন্ডি (আফ্রিকা)
বুরুন্ডির মাথাপিছু জিডিপি ৯১৫ দশমিক ৮৮ (ইউএস) ডলার।
৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (আফ্রিকা)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ২০০ (ইউএস) ডলার।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (আফ্রিকা)
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৫০ (ইউএস) ডলার।
৫. মোজাম্বিক (আফ্রিকা)
মোজাম্বিকের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৫০ (ইউএস) ডলার।
৬. নাইজার (আফ্রিকা)
নাইজারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬৭০ (ইউএস) ডলার।
৭. মালাউই (আফ্রিকা)
মালাউইর মাথাপিছু জিডিপি ১ হাজার ৭১০ (ইউএস) ডলার।
৮. লাইবেরিয়া (আফ্রিকা)
লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি ১ হাজার ৮৮০ (ইউএস) ডলার।
৯. মাদাগাস্কার (আফ্রিকা)
মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি ১ হাজার ৯৮০ (ইউএস) ডলার।
১০. ইয়েমেন
পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনের মাথাপিছু জিডিপি ২ হাজার (ইউএস) ডলার।
তথ্যসূত্র: ফোর্বস ইন্ডিয়া
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, 'ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস।'
ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।
মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।