বিডিজেন ডেস্ক
প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আজ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আটক ১১ হাজার ৭০০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিযোগে ২০ হাজার ৮৯৬ জন প্রবাসীকে আটক করা হয়। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৯৩০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ৬৪৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩১৭ জনকে আটক করা হয়।
সৌদি সরকার জানায়, সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তারা আরও ১ হাজার ৩৭৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক ও ৫৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার সময় আরও ১০৭ জনকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আজ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আটক ১১ হাজার ৭০০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিযোগে ২০ হাজার ৮৯৬ জন প্রবাসীকে আটক করা হয়। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৯৩০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ৬৪৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩১৭ জনকে আটক করা হয়।
সৌদি সরকার জানায়, সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তারা আরও ১ হাজার ৩৭৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক ও ৫৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার সময় আরও ১০৭ জনকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।
মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।
১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।
মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।