
বিডিজেন ডেস্ক

প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আজ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আটক ১১ হাজার ৭০০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিযোগে ২০ হাজার ৮৯৬ জন প্রবাসীকে আটক করা হয়। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৯৩০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ৬৪৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩১৭ জনকে আটক করা হয়।
সৌদি সরকার জানায়, সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তারা আরও ১ হাজার ৩৭৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক ও ৫৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার সময় আরও ১০৭ জনকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। আজ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আটক ১১ হাজার ৭০০ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অভিযোগে ২০ হাজার ৮৯৬ জন প্রবাসীকে আটক করা হয়। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৯৩০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ৬৪৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩১৭ জনকে আটক করা হয়।
সৌদি সরকার জানায়, সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তারা আরও ১ হাজার ৩৭৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক ও ৫৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার সময় আরও ১০৭ জনকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।