logo
প্রবাসের খবর

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্টের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি এবং প্রবাসীদের অভিযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্টের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি এবং প্রবাসীদের অভিযোগ
বাংলাদেশের পাসপোর্ট। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।

এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।

এদিকে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে চলছে হাহাকার। একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আবেদন করার চার–পাঁচ মাস পরেও তারা পাসপোর্ট পাননি। পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে নির্দিষ্ট সময়ে তা হাতে পাওয়ার জন্য অপেক্ষমান থাকাবস্থায় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের নতুন সিদ্ধান্তে তারা আরও দিশেহারা হয়ে পড়েছেন।

জানা গেছে, ই–পাসপোর্টের জন্য আবেদনকারীকে আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে হয়। আগের পাসপোর্টে নাম যেভাবেই লেখা থাকুক না কেন, ই–পাসপোর্টে এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেভাবেই লেখা হয়। কিন্তু মালয়েশিয়াপ্রবাসী অনেক বাংলাদেশির আগের পাসপোর্ট ও কাজের অনুমতিপত্রের নামের সঙ্গে বর্তমান এনআইডির নামের মিল নেই। এই জটিলতার কারণে তারা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না। এনআইডির সঙ্গে মিল রেখে পাসপোর্ট করলে তারা ভিসাসংক্রান্ত জটিলতা ছাড়াও কর্মস্থলে জটিলতায় পড়বেন। ফলে বাধ্য হয়েই তারা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কারণ মেশিন রিডেবল পাসপোর্টের জন্য এনআইডি প্রয়োজন হয় না এবং আগের পাসপোর্টের তথ্য অনুযায়ীই তা করা যায়।

এ অবস্থায় তারা এ সমস্যার সমাধান দ্রুত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৫ দিন আগে