logo
প্রবাসের খবর

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্টের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি এবং প্রবাসীদের অভিযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্টের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি এবং প্রবাসীদের অভিযোগ
বাংলাদেশের পাসপোর্ট। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।

এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।

এদিকে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে চলছে হাহাকার। একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আবেদন করার চার–পাঁচ মাস পরেও তারা পাসপোর্ট পাননি। পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে নির্দিষ্ট সময়ে তা হাতে পাওয়ার জন্য অপেক্ষমান থাকাবস্থায় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের নতুন সিদ্ধান্তে তারা আরও দিশেহারা হয়ে পড়েছেন।

জানা গেছে, ই–পাসপোর্টের জন্য আবেদনকারীকে আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে হয়। আগের পাসপোর্টে নাম যেভাবেই লেখা থাকুক না কেন, ই–পাসপোর্টে এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেভাবেই লেখা হয়। কিন্তু মালয়েশিয়াপ্রবাসী অনেক বাংলাদেশির আগের পাসপোর্ট ও কাজের অনুমতিপত্রের নামের সঙ্গে বর্তমান এনআইডির নামের মিল নেই। এই জটিলতার কারণে তারা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না। এনআইডির সঙ্গে মিল রেখে পাসপোর্ট করলে তারা ভিসাসংক্রান্ত জটিলতা ছাড়াও কর্মস্থলে জটিলতায় পড়বেন। ফলে বাধ্য হয়েই তারা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কারণ মেশিন রিডেবল পাসপোর্টের জন্য এনআইডি প্রয়োজন হয় না এবং আগের পাসপোর্টের তথ্য অনুযায়ীই তা করা যায়।

এ অবস্থায় তারা এ সমস্যার সমাধান দ্রুত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

১০ বছর পর ইরান-সৌদি আরব হজ ফ্লাইট চালু

১০ বছর পর ইরান-সৌদি আরব হজ ফ্লাইট চালু

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, 'ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস।'

১ দিন আগে

ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ

ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ

ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।

২ দিন আগে

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।

৩ দিন আগে

বাংলাদেশ এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

বাংলাদেশ এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।

৩ দিন আগে