
বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।
এদিকে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে চলছে হাহাকার। একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আবেদন করার চার–পাঁচ মাস পরেও তারা পাসপোর্ট পাননি। পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে নির্দিষ্ট সময়ে তা হাতে পাওয়ার জন্য অপেক্ষমান থাকাবস্থায় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের নতুন সিদ্ধান্তে তারা আরও দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, ই–পাসপোর্টের জন্য আবেদনকারীকে আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে হয়। আগের পাসপোর্টে নাম যেভাবেই লেখা থাকুক না কেন, ই–পাসপোর্টে এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেভাবেই লেখা হয়। কিন্তু মালয়েশিয়াপ্রবাসী অনেক বাংলাদেশির আগের পাসপোর্ট ও কাজের অনুমতিপত্রের নামের সঙ্গে বর্তমান এনআইডির নামের মিল নেই। এই জটিলতার কারণে তারা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না। এনআইডির সঙ্গে মিল রেখে পাসপোর্ট করলে তারা ভিসাসংক্রান্ত জটিলতা ছাড়াও কর্মস্থলে জটিলতায় পড়বেন। ফলে বাধ্য হয়েই তারা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কারণ মেশিন রিডেবল পাসপোর্টের জন্য এনআইডি প্রয়োজন হয় না এবং আগের পাসপোর্টের তথ্য অনুযায়ীই তা করা যায়।
এ অবস্থায় তারা এ সমস্যার সমাধান দ্রুত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।
এদিকে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে চলছে হাহাকার। একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আবেদন করার চার–পাঁচ মাস পরেও তারা পাসপোর্ট পাননি। পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে নির্দিষ্ট সময়ে তা হাতে পাওয়ার জন্য অপেক্ষমান থাকাবস্থায় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের নতুন সিদ্ধান্তে তারা আরও দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, ই–পাসপোর্টের জন্য আবেদনকারীকে আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে হয়। আগের পাসপোর্টে নাম যেভাবেই লেখা থাকুক না কেন, ই–পাসপোর্টে এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেভাবেই লেখা হয়। কিন্তু মালয়েশিয়াপ্রবাসী অনেক বাংলাদেশির আগের পাসপোর্ট ও কাজের অনুমতিপত্রের নামের সঙ্গে বর্তমান এনআইডির নামের মিল নেই। এই জটিলতার কারণে তারা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না। এনআইডির সঙ্গে মিল রেখে পাসপোর্ট করলে তারা ভিসাসংক্রান্ত জটিলতা ছাড়াও কর্মস্থলে জটিলতায় পড়বেন। ফলে বাধ্য হয়েই তারা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কারণ মেশিন রিডেবল পাসপোর্টের জন্য এনআইডি প্রয়োজন হয় না এবং আগের পাসপোর্টের তথ্য অনুযায়ীই তা করা যায়।
এ অবস্থায় তারা এ সমস্যার সমাধান দ্রুত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।