logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

প্রতিনিধি, কুয়ালালামপুর৩ ঘণ্টা আগে
Copied!
মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।

স্থানীয় গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পশ্চিম (পেনিনসুলার) মালয়েশিয়া, অর্থাৎ মালাক্কা, জোহর, কেদাহ, কেলাস্তান, নেগেরি সেম্বিলান, পাহাং, পেনাং, পেরাক, পেরলিস, সেলাঙ্গর ও তেরেঙ্গানু রাজ্য এবং কুয়ালালামপুর ও পুত্রজায়ার কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও লাবুয়ান এই বিশেষ কর্মসূচির আওতায় পড়বে।

মালয়েশিয়ার সরকারি নিউজ এজেন্সি বারনামা ও ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করেছে বা যাদের ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তাদের ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা পরিশোধ করে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া, যারা তাদের ভিসার শর্তাবলি লঙ্ঘন করেছেন, তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে।

১৮ বছরের কমবয়সী যেসব বিদেশি শিশুকে বৈধ কাগজপত্র ছাড়া আনা হয়েছে, তাদের জরিমানা দিতে হবে না। তবে তাদের অভিভাবকদের অবশ্যই শিশুদের বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত পরিশোধ করতে হবে।

এই কর্মসূচির আওতায় এর আগে আবেদন করেও যারা নির্ধারিত সময়ে দেশে ফেরেননি, তারা আর এই সুযোগ পাবেন না। একইসঙ্গে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টেড ব্যক্তি, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে অথবা যারা কর্তৃপক্ষের কাছে ওয়ান্টেড, তারাও এই কর্মসূচির জন্য বিবেচিত হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বিশেষভাবে অনুরোধ করেছেন, যাদের বিদেশি স্ত্রী বা স্বামী রয়েছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যেন দ্রুত ইমিগ্রেশন বিভাগের ভিসা, পাস ও পারমিট শাখায় যোগাযোগ করে তাদের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে।

তিনি বিদেশি দূতাবাস, নিয়োগদাতা ও বিদেশি সম্প্রদায়কে এই কর্মসূচির ব্যাপারে সচেতনতা ছড়াতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগে অংশগ্রহণে উৎসাহিত করতে আহবান জানিয়েছেন।

কোম্পানির মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দেবে এবং আশ্রয় দেবে, প্রত্যেক অবৈধ কর্মীর জন্য তাদের সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৬টি বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।

৩ ঘণ্টা আগে

বাংলাদেশ এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

বাংলাদেশ এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।

৯ ঘণ্টা আগে

যুদ্ধে ইসলামাবাদ-দিল্লি দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি: শাহবাজ শরিফ

যুদ্ধে ইসলামাবাদ-দিল্লি দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি: শাহবাজ শরিফ

ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি কাশ্মীরসহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের চুক্তি সই

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের চুক্তি সই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে।

২ দিন আগে