
বিডিজেন ডেস্ক

সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে অবস্থিত বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মুসল্লিদের আগাম অনুমতি নিতে অনুরোধ করেছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নুসুক অ্যাপের মাধ্যমে এই আগাম অনুমতি নিতে পারবেন মুসল্লিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র অনুমতি পেলেই আপনি আল রাওদা আল শরিফায় ( মসজিদে নববির চত্বরের যে স্থানে মহানবী (সা.)-এর সমাধি, সেটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত) প্রার্থনা করার সুযোগ পাবেন। ভিড় এড়িয়ে চলুন এবং শৃঙ্খলা বজায় রাখুন।
মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ওমরাহ পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যান অনেক মুসলিম। সেখানে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক।
সৌদি সরকার সম্প্রতি জানায়, এ বছরে ১ কোটিরও বেশি মুসল্লি আল রাওদা আল শরিফায় এসে প্রার্থনা করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে অবস্থিত বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মুসল্লিদের আগাম অনুমতি নিতে অনুরোধ করেছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নুসুক অ্যাপের মাধ্যমে এই আগাম অনুমতি নিতে পারবেন মুসল্লিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, শুধুমাত্র অনুমতি পেলেই আপনি আল রাওদা আল শরিফায় ( মসজিদে নববির চত্বরের যে স্থানে মহানবী (সা.)-এর সমাধি, সেটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত) প্রার্থনা করার সুযোগ পাবেন। ভিড় এড়িয়ে চলুন এবং শৃঙ্খলা বজায় রাখুন।
মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ওমরাহ পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যান অনেক মুসলিম। সেখানে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক।
সৌদি সরকার সম্প্রতি জানায়, এ বছরে ১ কোটিরও বেশি মুসল্লি আল রাওদা আল শরিফায় এসে প্রার্থনা করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যেকোনো দেশ যদি ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করে, তবে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এই আদেশ চূড়ান্ত এবং নিষ্পত্তিমূলক।”
তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”
গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
২ দিন আগে
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
২ দিন আগে