বিডিজেন ডেস্ক
থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যেকোনো কারণে দেশটিতে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণবিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে, যাতে সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন, এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাকে কার্ডটি পূরণ করতে হবে।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।
এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।
থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যেকোনো কারণে দেশটিতে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণবিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে, যাতে সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন, এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাকে কার্ডটি পূরণ করতে হবে।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।
এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।
ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শতাধিক শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণে ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে ৫ বছরের একটি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। বিনিময়ে তারা তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক লটারিতে কপাল খুলেছে দুই বাংলাদেশি প্রবাসীর। তবে তাদের দুজনের কেউই আবার আবুধাবিতে থাকেন না। কাতার ও ওমানে কর্মরত এই দুই বাংলাদেশির প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে জিতেছেন।