logo
প্রবাসের খবর

ব্রুনাইয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ বাংলাদেশির সাজা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
ব্রুনাইয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ বাংলাদেশির সাজা
ছবি: সংগৃহীত

ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ ও ১২১–এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

খবর সময় অনলাইনের।

সময়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

৪৪ বছর বয়সী নুর ইসলামকে আট মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি, ৪১ বছর বয়সী এমডি নুর নবী নামে আরেকজন বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

সব ব্যক্তিই ব্রুনাই অভিবাসন আইন, অধ্যায় ১৫(১)–এর অধীনে অপরাধ করেছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ব্রুনাইয়ে অবৈধভাবে অবস্থান করার দায়ে এই সাজা দেওয়া হয়।

এ ছাড়া, ৩০ বছর বয়সী মোহাম্মদ রাফিকুল ইসলামকে ইমিগ্রেশন আইন, অধ্যায় ৫৫(১)(ডি)–এর অধীনে অপরাধের জন্য ৩ হাজার ব্রুনাই ডলার জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সূত্র: সময় অনলাইন

আরও দেখুন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।

৬ দিন আগে

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৭ দিন আগে

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

৯ দিন আগে

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

১০ দিন আগে