logo
প্রবাসের খবর

পাল্টাপাল্টি হামলার জেরে ভারত–পাকিস্তানে বহু ফ্লাইট বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ ঘণ্টা আগে
Copied!
পাল্টাপাল্টি হামলার জেরে ভারত–পাকিস্তানে বহু ফ্লাইট বাতিল
প্রতীকী ছবি: সংগৃহীত

মঙ্গলবার মধ্যরাত থেকে পাল্টাপাল্টি হামলার জেরে ভারত ও পাকিস্তানে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া, বহু ফ্লাইটের গন্তব্য পাল্টানো হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

বিবিসি জানিয়েছে, বেশ কয়েকটি ভারতীয় উড়োজাহাজ সংস্থা ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। রাজস্থান ও পাঞ্জাবসহ সীমান্তবর্তী কয়েকটি নগরেও উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।

এক্সটার্নাল নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ফিনএয়ার, এমিরেটস, টার্কিশ কার্গো ও সাউদিয়ার ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে।

এ ছাড়া, বিমাবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরসহ ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায়। ভারতের অন্যতম উড়োজাহাজ সংস্থা স্পাইসজেট বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে এসব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ইন্ডিগো এয়ারলাইনসও তাদের ফ্লাইট স্থগিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইন্ডিগো বলেছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে ওই সব নগর থেকে তাদের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ভারতীয় আরেক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বলেছে, তারা আজ স্থানীয় সময় দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটে চলাচল করা তাদের সব ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া, অমৃতসরগামী ২টি আন্তর্জাতিক ফ্লাইটের পথ পরিবর্তন করে সেগুলো রাজধানী দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এয়ার এন্ডিয়া।

অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ লাহোর, করাচিসহ তাদের কয়েকটি বড় শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ পাকিস্তানের বড় কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, অনেক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়াতে অন্য পথে ঘুরে গেছে। এয়ার ফ্রান্স যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের ওপর দিয়ে তাদের সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছে জার্মান উড়োজাহাজ সংস্থা লুফথানসা। বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাদের উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলবে।

আরও পড়ুন

কানাডা কখনো বিক্রি হবে না, ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রী কার্নি

কানাডা কখনো বিক্রি হবে না, ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রী কার্নি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়ে দিলেন, ‘আমাদের দেশ কখনো বিক্রি হবে না’ (কানাডা নট ফর সেল)। স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁরা বৈঠক করেন।

৫ ঘণ্টা আগে

ভারত-পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলা, ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে হচ্ছে

ভারত-পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলা, ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে হচ্ছে

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট উত্তেজনায় তাইওয়ানের চায়না এয়ারলাইনস, কোরিয়ান এয়ারসহ বেশ কয়েকটি এশীয় বিমান সংস্থা বুধবার (৭ মে) জানিয়েছে, তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করছে। অন্যদিকে পাকিস্তান ও ভারতের অনেক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হওয়ার খবর

ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হওয়ার খবর

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৪ ঘণ্টা আগে

পাকিস্তানে নিহত ২৬, ভারতে ১২: এএফপির প্রতিবেদন

পাকিস্তানে নিহত ২৬, ভারতে ১২: এএফপির প্রতিবেদন

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।

১৪ ঘণ্টা আগে