logo
প্রবাসের খবর

সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালে বেকারত্ব কমে শ্রমশক্তি বেড়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৫
Copied!
সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালে বেকারত্ব কমে শ্রমশক্তি বেড়েছে

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল প্রতিযোগিতা ও পরিসংখ্যান কেন্দ্র (এফসিএসসি) ঘোষণা করেছে, দেশটির শ্রমশক্তি ২০২৪ সালে ৯ দশমিক ৪ মিলিয়ন জনে পৌঁছেছে। যা ২০২৩ সালের তুলনায় অনেক বেশি।

খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।

দেশটিতে ১৫ বছর ও তার বেশি বয়সী ব্যক্তিদের অর্থনৈতিক অংশগ্রহণের হার বেড়ে ৮১ দশমিক ৪ শতাংশ এবং বেকারত্বের হার কমে ১ দশমিক ৯ শতাংশে নেমেছে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অনুমান অনুযায়ী বিশ্বে সর্বনিম্ন স্তরের মধ্যে একটি।

শ্রমবাজারে আরব আমিরাতের বৈশ্বিক নেতৃত্ব

আন্তর্জাতিক ব্যবস্থাপনা উন্নয়ন ইনস্টিটিউট (আইএমডি) প্রকাশিত ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইয়ারবুকের প্রতিবেদনে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার প্রতিযোগিতার সূচকে বিশ্ব নেতৃত্বকে আরও শক্তিশালী করছে। সংযুক্ত আরব আমিরাত ২০২৫ সালের শ্রমশক্তি প্রবৃদ্ধি সূচকে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়া পাঁচটি অন্য সূচকে শীর্ষ পাঁচে অবস্থান করেছে, যার মধ্যে:

*শ্রমশক্তির শতাংশে বিশ্বে ২য় স্থান

*বিদেশি শ্রমশক্তির শতাংশে বিশ্বে ২য় স্থান

বেকারত্বের হার দশমিক ৯ শতাংশ

এফসিএসসির পরিচালক হানান আহলি বলেন, ২০২৪ সালের শ্রমশক্তি সমীক্ষার ইতিবাচক ফলাফল—যেখানে শ্রমশক্তির আকার ও অর্থনৈতিক অংশগ্রহণের হার বৃদ্ধি এবং বেকারত্বের হার মাত্র ১ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে—এগুলো শুধু পরিসংখ্যান নয়। এগুলো আমাদের দেশের দূরদর্শী নেতৃত্বের ফল, যারা ধারাবাহিকভাবে কর্মশক্তি বৃদ্ধির জন্য একটি আদর্শ পরিবেশ গড়ে তুলছেন। তাদের লক্ষ বিভিন্ন উদ্যোগ ও নীতিমালার মাধ্যমে শ্রমশক্তির উন্নয়নকে সহায়তা করা এবং বেকারত্বের হার হ্রাস করা।

তিনি আরও বলেন, শ্রমশক্তি সমীক্ষা একটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমীক্ষা, যা গবেষণা ও পরিসংখ্যান বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ, নীতি নির্ধারকদের সহায়তা এবং শ্রমশক্তি সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য প্রদান করে।

শ্রমশক্তি এবং লিঙ্গভিত্তিক তথ্য

*শ্রমশক্তি: ৯ দশমিক ৪ মিলিয়ন (১৫ বছর বা তদূর্ধ্ব)

*কর্মরত মানুষের সংখ্যা: ৯ দশমিক ২ মিলিয়ন

*পুরুষ: ৭ দশমিক ৫ মিলিয়ন (৮১ শতাংশ)

*নারী: ১ দশমিক ৭ মিলিয়ন (১৯ শতাংশ)

*অর্থনৈতিক অংশগ্রহণের হার: ৮১ দশমিক ৪ শতাংশ

*যুব বেকারত্ব (১৫–২৪ বছর): ৫ দশমিক ২ শতাংশ

*সামগ্রিক বেকারত্ব: ১ দশমিক ৯ শতাংশ

বেসরকারি খাতের নেতৃত্ব

সংযুক্ত আরব আমিরাতের শ্রমশক্তির ৮৫ শতাংশ বেসরকারি খাতে নিয়োজিত, যা ৭ দশমিক ৮ মিলিয়ন মানুষের সমান। এর মধ্যে:

*পুরুষ: ৬ দশমিক ৭ মিলিয়ন

*নারী: ১ মিলিয়ন

বাকি শ্রমশক্তি সরকারি খাত, কূটনৈতিক সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান এবং অন্য খাতে নিয়োজিত।

বয়সভিত্তিক শ্রমশক্তি

*৩০–৩৯ বছর বয়সী: ৩ দশমিক ৩ মিলিয়ন (৩৬ শতাংশ)

*২৫–২৯ বছর বয়সী: ১ দশমিক ৫ মিলিয়ন

*৪০–৪৪ বছর বয়সী: ১ দশমিক ৪ মিলিয়ন

চাকরিজীবী স্বনির্ভর কর্মসংস্থান

*বেতনভুক্ত চাকরিজীবী: ৯৬ শতাংশ (৮ দশমিক ৮ মিলিয়ন)

*পুরুষ: ৭ দশমিক ২ মিলিয়ন

*নারী: ১ দশমিক ৬ মিলিয়ন

নিয়োগকর্তা/স্বনিয়োজিত

৩ শতাংশ (৩ লাখ ৪৩ হাজার ৭০০ জন)

*পুরুষ: ৩ লাখ ১ হাজার ৯০০

*নারী: ৪১ হাজার ৭০০

সংযুক্ত আরব আমিরাতের শ্রমশক্তি ২০২৪ সালে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, বেকারত্বের হার কমেছে এবং অর্থনৈতিক অংশগ্রহণ বেড়েছে। বেসরকারি খাতের নেতৃত্ব, যুব কর্মসংস্থানের উন্নতি এবং বৈশ্বিক শ্রমবাজার প্রতিযোগিতায় নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতকে একটি শক্তিশালী শ্রমবাজার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরও দেখুন

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

৫ লাখ অবৈধ অভিবাসীকে থাকার অনুমতি দিবে স্পেন

বৈধ করার অংশ হিসেবে প্রাথমিকভাবে এক বছরের জন্য স্পেনে থাকার অনুমতি দেওয়া হবে। পরে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে। আাগামী এপ্রিল মাস থেকে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী জুন মাস পর্যন্ত।

৪ ঘণ্টা আগে

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।

২ দিন আগে

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

৩ দিন আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

৩ দিন আগে