logo
প্রবাসের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া১৯ ঘণ্টা আগে
Copied!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

অস্ট্রেলিয়ায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (সিইউএএএ) নতুন নির্বাহী কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনিতে ‘অ্যানুয়াল ফ্যামিলি ডে ২০২৫’ অনুষ্ঠানের সফল আয়োজনের পর এই কমিটি গঠন করা হয়।

CUAAA 2

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য নানা আকর্ষণীয় কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান।

CUAAA 3

আনুষ্ঠানিক পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার আগামী মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল, অ্যালামনাইদের মধ্যে পেশাগত সহযোগিতা জোরদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় কাজ করার এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিমণ্ডলে সিইউএএএ–এর অবস্থান সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

CUAAA 4

নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন—সভাপতি আব্দুস সাত্তার খাজা; সহসভাপতি মো. আলী আসগর (প্রতিষ্ঠাতা সদস্য); সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী; সহকারী সাধারণ সম্পাদক সালিনা আক্তার; কোষাধ্যক্ষ মাহমুদ খান; ইভেন্ট/সাংস্কৃতিক সম্পাদক শায়লা হক তানজু; প্রকাশনা সম্পাদক ফজলে এলাহী প্রধান; কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল আনোয়ার, এ এন এম নিজাম উদ্দিন চৌধুরী, তৌফিকুল ওয়াহাব তৌফিক, পাবলিক অফিসার আজহারুল হক আরিফ।

এ ছাড়া পরামর্শক কমিটিতে দায়িত্ব পেয়েছেন চারজন সদস্য। তারা হলেন—শাহিদ ভূঁইয়া, মুস্তাফিজুর রহমান, শামসুজ্জামান শামীম (প্রতিষ্ঠাতা সদস্য) ও আশিকুর রহমান (প্রতিষ্ঠাতা সদস্য)।

CUAAA 5

নতুন নেতৃত্ব এক বিবৃতিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অ্যালামনাই, স্বেচ্ছাসেবক, স্পনসর ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে, আগামীতেও তারা আরও তাৎপর্যপূর্ণ উদ্যোগ, শিক্ষামূলক কার্যক্রম ও পরিবারকেন্দ্রিক কমিউনিটি ইভেন্ট আয়োজন করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া তাদের নতুন অধ্যায়ে প্রবেশ করছে অস্ট্রেলিয়াপ্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্য, সম্প্রীতি ও সেবার অঙ্গীকার নিয়ে।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য নানা আকর্ষণীয় কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান।

১৯ ঘণ্টা আগে

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক

প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এজেন্টফোর্স চ্যানেল এক্সপার্ট, যা ইন-চ্যানেল এআই এজেন্ট হিসেবে কাজ করবে। গ্রাহকদের থেকে প্রায়ই আসা প্রশ্নসমূহ ছাড়াও এটি বিভিন্ন প্রক্রিয়া ও নিয়মকানুন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম।

২০ ঘণ্টা আগে

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা সিভি (CV)লেখা, ইন্টারভিউর প্রস্তুতি, অস্ট্রেলিয়ান কর্মসংস্কৃতি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ নেন।

২ দিন আগে

ভ্যাটিকান সিটি এবং সুইস গার্ড

ভ্যাটিকান সিটি এবং সুইস গার্ড

ভ্যাটিকানের সুইস গার্ড হলো ভ্যাটিকান সিটির একমাত্র ও আনুষ্ঠানিক সামরিক বাহিনী। তাদের প্রধান দায়িত্ব হলো পোপের নিরাপত্তা নিশ্চিত করা। এই বাহিনী বিশ্বের সবচেয়ে ছোট ও প্রাচীনতম সেনাবাহিনীর একটি। তারা তাদের পোশাক, শৃঙ্খলা ও ঐতিহ্যের জন্য বিখ্যাত।

২ দিন আগে