
রফিক আহমদ খান, মালয়েশিয়া

অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।

হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়, ‘মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের জানানো যাচ্ছে, ছবির ব্যক্তিকে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে কোনো আইডেনটিটি ডকুমেন্ট (পাসপোর্ট, এনআইডি কার্ড) বা মোবাইল ফোন পাওয়া যায়নি। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে (হসপিটাল কুয়ালালামপুর) ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের মতামত অনুযায়ী তিনি মানসিকভাবে সুস্থ নন, তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন না। এমনকি নিজের নামও বলতে পারেননি। তার হাত ও পায়ের আঘাতের চিকিৎসা চলছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
‘প্রবাসী বাংলাদেশি কারও কাছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার আত্মীয়-স্বজনদের পরিচয় জানা থাকলে এ সংক্রান্ত তথ্য হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।

হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়, ‘মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের জানানো যাচ্ছে, ছবির ব্যক্তিকে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে কোনো আইডেনটিটি ডকুমেন্ট (পাসপোর্ট, এনআইডি কার্ড) বা মোবাইল ফোন পাওয়া যায়নি। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে (হসপিটাল কুয়ালালামপুর) ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের মতামত অনুযায়ী তিনি মানসিকভাবে সুস্থ নন, তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন না। এমনকি নিজের নামও বলতে পারেননি। তার হাত ও পায়ের আঘাতের চিকিৎসা চলছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
‘প্রবাসী বাংলাদেশি কারও কাছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার আত্মীয়-স্বজনদের পরিচয় জানা থাকলে এ সংক্রান্ত তথ্য হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
নতুন এই উদ্যোগের মাধ্যমে কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।
প্রবাসী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) থেকে সম্মাননা ট্রফি পেয়েছেন সাংবাদিক নাইম আবদুল্লাহ।