
রফিক আহমদ খান, মালয়েশিয়া

অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।

হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়, ‘মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের জানানো যাচ্ছে, ছবির ব্যক্তিকে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে কোনো আইডেনটিটি ডকুমেন্ট (পাসপোর্ট, এনআইডি কার্ড) বা মোবাইল ফোন পাওয়া যায়নি। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে (হসপিটাল কুয়ালালামপুর) ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের মতামত অনুযায়ী তিনি মানসিকভাবে সুস্থ নন, তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন না। এমনকি নিজের নামও বলতে পারেননি। তার হাত ও পায়ের আঘাতের চিকিৎসা চলছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
‘প্রবাসী বাংলাদেশি কারও কাছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার আত্মীয়-স্বজনদের পরিচয় জানা থাকলে এ সংক্রান্ত তথ্য হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

অসুস্থ এক মালয়েশিয়াপ্রবাসীর পরিচয় জানতে চায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে ওই প্রবাসীর ছবি সংযুক্ত করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঠিকানা জানতে চেয়েছে।

হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়, ‘মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের জানানো যাচ্ছে, ছবির ব্যক্তিকে গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে কোনো আইডেনটিটি ডকুমেন্ট (পাসপোর্ট, এনআইডি কার্ড) বা মোবাইল ফোন পাওয়া যায়নি। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে (হসপিটাল কুয়ালালামপুর) ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের মতামত অনুযায়ী তিনি মানসিকভাবে সুস্থ নন, তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন না। এমনকি নিজের নামও বলতে পারেননি। তার হাত ও পায়ের আঘাতের চিকিৎসা চলছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
‘প্রবাসী বাংলাদেশি কারও কাছে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার আত্মীয়-স্বজনদের পরিচয় জানা থাকলে এ সংক্রান্ত তথ্য হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।