logo
প্রবাসের খবর

ভিজিট ভিসায় যে সতর্কতা দিল দুবাই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ মার্চ ২০২৫
Copied!
ভিজিট ভিসায় যে সতর্কতা দিল দুবাই
সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যস্ত সড়ক। ছবি: সংগৃহীত

ভিজিট ভিসায় কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দুবাই কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে মেয়াদোত্তীর্ণ সময়ের জন্য অবস্থানকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এমনটাই জানিয়েছেন এজেন্টরা।

এ নিয়ে স্মার্ট ট্রাভেলসের জেনারেল ম্যানেজার সাফির মোহাম্মদ দাবি করেছেন, ‘আমরা সম্প্রতি একাধিক কোম্পানিতে কর্তৃপক্ষ পর্যবেক্ষণে যাচ্ছে বলে শুনেছি। গত কয়েক মাস ধরে পরিদর্শন দলগুলো আমাদের অফিস টাওয়ারেও বেশ কয়েকবার এসেছে। ভিজিট ভিসায় কাজ করা সর্বদা অবৈধ হলেও কর্তৃপক্ষ এখন নিশ্চিত করতে চাইছে যে, সবাই কঠোরভাবে নিয়ম মেনে চলছে কি না।’

এই প্রকল্পের অধীনে, যারা তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ সময়সীমা অতিক্রম করেছে তারা হয় তাদের অবস্থা বৈধ করতে পারে অথবা জরিমানা ছাড়াই চলে যেতে পারে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলমান প্রোগ্রামটি হাজার হাজার ভিসা সমস্যা সমাধানে সহায়তা করেছে। এ ছাড়া জানুয়ারিতে অভিযানের সময় ৬ হাজারের বেশি লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাফির উল্লেখ করেছেন, এই ব্যবস্থা ভিজিট ভিসার মেয়াদোত্তীর্ণদের সংখ্যা অর্ধেকের বেশি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্লুটো ট্রাভেলসের ভারত আইদাসানি জোর দিয়ে বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় কাজ করা সর্বদা অবৈধ। তিনি বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের কঠোরভাবে পরামর্শ দিচ্ছি এটি না করার জন্য। জরিমানা কঠোর, যার ফলে ভিজিট ভিসায় কাজ করা যে কেউ ধরা পড়লে তাকে নির্বাসন দেওয়া হবে।’

গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত তাদের শ্রম আইন সংশোধন করেছে। এতে যেসব কোম্পানি যথাযথ অনুমতি ছাড়া কর্মী নিয়োগ করে অথবা তাদের জন্য চাকরি নিশ্চিত না করে দেশে নিয়ে আসে, তাদের ওপর ১ লাখ থেকে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হয়।

আরও পড়ুন

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

২ দিন আগে

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৬ মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।

৩ দিন আগে

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন।

৬ দিন আগে