logo
প্রবাসের খবর

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২২ অক্টোবর ২০২৫
Copied!
সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার লক্ষ্যে সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের (এসবিডব্লিউএন) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট।

রোববার (১৯ অক্টোবর) নিউ সাউথ ওয়েলস রাজ্যে সিডনিতে এই জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট আয়োজন করা হয়।

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের পথ চলা শুরু বেশ কিছু প্রবাসী বাংলাদেশি নারীদের কমিউনিটির অন্য নারীদের প্রয়োজনে পাশে থাকার আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা থেকে। গত চার বছরে সেই ছোট উদ্যোগটি পরিণত হয়েছে একটি নিবন্ধিত চ্যারিটি সংগঠনে। যার তিনটি মূল লক্ষের একটি বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন।

Job Fair 2

সিডনির কামবারল্যান্ড কাউন্সিলের অনুদানে গ্রানভিল টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট ড নাহিদ সায়মা এবং টিমের সঙ্গে একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় সফল বাংলাদেশি উদ্যোক্তা ‘ডেপুটি’ নামের সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা আশিক আহমেদ এবং ১০৮টি সাবওয়ে স্টোরের সত্বাধিকারী মোহাম্মদ শামীম। তারা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নোরা পারভেজ। দিনটি শুরু হয়েছিল কফি, আলাপচারিতা ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে। উদ্বোধনী বক্তব্যে কামবারল্যান্ড কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহা ও সুসাই বেঞ্জামিন ওএএম বহু সাংস্কৃতিক কমিউনিটিতে নারীর অবদান ও অংশগ্রহণের প্রশংসা করেন।

Job Fair 3

ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয় ৯টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে অন্যতম JICS Australia, Sydney TAFE, Migrate Resource Centre, Shamim Group। প্রতিষ্ঠানগুলো উপস্থিত নারীদের চাকরি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাস্তব সহায়তা দেয়।

দুপুরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন আশিক আহমেদ, মোহাম্মদ শামীম, ড. সাবরিন ফারুকী ওএএম, আউড়েলিয়া রহমান ও আয়শা জে বিভা। তারা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা সিভি (CV)লেখা, ইন্টারভিউর প্রস্তুতি, অস্ট্রেলিয়ান কর্মসংস্কৃতি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ নেন।

ওয়ার্কশপে খাবার সরবরাহে ছিলেন রয়্যাল প্ল্যাটার অস্ট্রেলিয়ার উদ্যোক্তা জান্নাতুল। ইভেন্ট সাজসজ্জায় ছিল কানিতাজ ইভেন্ট সলিউশনস এবং ফোটোগ্রাফিতে নামরাতা খান।

ওয়ার্কশপে অংশগ্রহণকারী একজন বলেন, এই ইভেন্ট আমাকে নতুনভাবে আত্মবিশ্বাস দিয়েছে—আমি জানি, এখন আমিও পারব।

‘Empowered Pathways Job Fair & Career Summit’ প্রমাণ করেছে — নারীরা একত্রিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

১৫ ঘণ্টা আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

২ দিন আগে

আরব আমিরাতে জানুয়ারি থেকে জুমার নামাজের সময়সূচির পরিবর্তন

আরব আমিরাতে জানুয়ারি থেকে জুমার নামাজের সময়সূচির পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়ক সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ডোমেনটস ও যাকাত (আওকাফ)।

২ দিন আগে