logo
প্রবাসের খবর

কুয়েতে হজের ই-রেজিস্ট্রেশন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে হজের ই-রেজিস্ট্রেশন শুরু

২০২৫ সালের হজ যাত্রীদের জন্য কুয়েতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বর থেকে থেকে ১৭ নভেম্বর পর্যন্ত 'মাই আইডেন্টিটি' অ্যাপের মাধ্যমে হজের ই-রেজিস্ট্রেশন করা যাবে।

প্রথমবারের মতো হজে যেতে চাওয়া ব্যক্তিদের জন্য কুয়েত সরকার বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করেছে।

কুয়েতের নাগরিকরা যারা কখনও হজ করেননি তারা অগ্রাধিকার পাবে। তবে আত্মীয়-স্বজনসহ তিন জনের বেশি যাওয়া যাবে না।

প্রতিটি দলে একজন প্রবাসী সঙ্গী থাকতে পারবেন। পাশাপাশি কুয়েতের নাগরিক নয় এমন একজন সঙ্গী থাকতে পারবেন। যেমন একজন কুয়েতির স্ত্রী বা মা।

বেদুইন যারা আগে হজ করেননি তারাও একই ধরনের শর্ত মেনে আবেদন করতে পারেন। বেদুইন আবেদনকারীরা একজন আবাসিক সঙ্গী, যেমন স্বামী বা স্ত্রী বা মা, পাশাপাশি একজন কুয়েতি সঙ্গীকে যুক্ত করতে পারবেন। তাদের অবশ্যই একটি বৈধ নিরাপত্তা কার্ড থাকতে হবে।

হজের ই-রেজিস্ট্রেশনের জন্য ৭৫০ কুয়েতি দিনার অর্থ প্রদান করতে হবে। কুয়েত সরকার জানায়, ৩১শে ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন বাতিল করলে আবেদনকারীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এরপরেও বাতিল করা যাবে তবে যদি ওই স্থান পূরণ না হয় তাহলে অর্থ ফেরত দেওয়া হবে না।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে