logo
প্রবাসের খবর

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৫
Copied!
জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা
জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: রয়টার্স

জাল ভিসা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টার অভিযোগে ১৬ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।

বিএমএর ভারপ্রাপ্ত কমিশনার জেন থুপানা জানান, উৎসব মৌসুমে তারা মানব পাচার, অনিয়মিত অভিবাসন ও আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমনে কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা-ভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি মানব পাচার সিন্ডিকেটগুলোর বহুল ব্যবহৃত একটি কৌশল। সাধারণত এসব সিন্ডিকেট দক্ষিণ আফ্রিকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করে, পরে আবার দক্ষিণ আফ্রিকায় ফেরে।

আটক বাংলাদেশি সবাই পুরুষ। পাসপোর্ট ক্লিয়ারেন্সের সময় তারা যাত্রীদের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তদন্তে তাদের ভিসা ও ভ্রমণ নথি জাল বলে প্রমাণিত হয়।

ঘটনায় জড়িত কর্মকর্তাদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করে জেন থুপানা বলেন, এই আটক বিএমএর গোয়েন্দা-নির্ভর সীমান্ত ব্যবস্থাপনার কার্যকারিতা স্পষ্টভাবে তুলে ধরে। তিনি জানান, উন্নত যাত্রী তথ্য বিশ্লেষণ, আচরণগত প্রোফাইলিং এবং স্থলভিত্তিক নজরদারিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সংস্থাটি।

বিএমএর ভারপ্রাপ্ত কমিশনার জেন থুপানা বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আমরা দক্ষিণ আফ্রিকার প্রবেশপথগুলো সুরক্ষিত রাখতে কাজ করছি। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

এদিকে, অবৈধ অভিবাসীদের বহনের দায়ে সংশ্লিষ্ট এয়ারলাইনকে প্রতিজনের জন্য ১৫ হাজার র‍্যান্ড করে জরিমানা করা হবে বলে জানিয়েছে বিএমএ। ফ্লাইটে তোলার আগে যাত্রীদের ভ্রমণ নথির সত্যতা যাচাই করা এয়ারলাইনের দায়িত্ব ছিল। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচও এয়ারলাইনকে বহন করতে হবে।

ধারণা করা হয়, বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৫০ হাজারের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। তাদের অধিকাংশই ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনের পর, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এর আগে বর্ণবৈষম্যবিরোধী নীতির কারণে বাংলাদেশ, ভারত তাদের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আরও দেখুন

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।

১ দিন আগে

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

২ দিন আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

২ দিন আগে

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

৩ দিন আগে