logo
প্রবাসের খবর

সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ নভেম্বর ২০২৫
Copied!
সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকার ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএএইউএস) উদ্যোগে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫।

সম্প্রতি সিডনির ল্যান্টানা ভেন্যুসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর প্রধান সহযোগী ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস।

অনুষ্ঠানে প্রায় ১ হাজার ১০০ অতিথি এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ও বাংলাদেশে থেকে আসা প্রায় ৪০০ প্রাক্তন ভিকারুননিসা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই গ্র্যান্ড রিইউনিয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘চেঞ্জ দ্য স্টোরি’ উদ্যোগের মাধ্যমে। যা নারীদের সম্মান, সমতা আর নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত একটি যুগান্তকারী কমিউনিটি উদ্যোগ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাইলেন্ট আর্ট অকশন, যেখানে সম্প্রতি একুশে পদক জয়ী বিখ্যাত বাংলাদেশি শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শিত হয়।

Viqarunnisa 2

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) ক্রিস মিন্সের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্যাব্রামাট্টার সংসদ সদস্য ট্রি ভো। তার উপস্থিতি পুরো অনুষ্ঠানে বিশেষ মর্যাদা ও সম্মান যোগ করে। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও তার ভাই প্রতীক হাসানের মনোমুগ্ধকর লাইভ পরিবেশনা। পাশাপাশি VAAUS সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

ক্রিস মিন্স লিখিত বক্তব্যে বলেন, “গত ৮ বছর ধরে VAAUS অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটিকে সহযোগিতা করে আসছে, আর আজকের এই সন্ধ্যায় তারা নারী ও শিশু সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করছে যা নিঃসন্দেহে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যেন উদারভাবে সহায়তা করেন এবং এই সুন্দর সন্ধ্যাটি উপভোগ করেন।”

‘চেঞ্জ দ্য স্টোরি’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো সহানুভূতি, মুক্ত সংলাপ ও কমিউনিটি সহযোগিতার মাধ্যমে পারিবারিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করা। এ উদ্যোগ থেকে সংগৃহীত তহবিল এএলও এনলাইটেন্ড উইমেন (ক্যানবেরা) এবং কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক (সিডনি)—এই দুই সংগঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ব্যয় করা হবে, যারা বহুজাতিক ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করে আসছে।

Viqarunnisa 3

এ ছাড়াও, VAAUS নতুন ভিকারুননিসা গ্র্যাজুয়েটদের জন্য অস্ট্রেলিয়াকেন্দ্রিক একটি মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছে যা ইতিমধ্যে ২০২৬ সালের আসন্ন উদ্যোগসমূহের সহায়তায় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেছে। তাদের এই অব্যাহত প্রচেষ্টা আরও একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে দৃঢ় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।

VAAUS–এর সভাপতি ড. সুরঞ্জনা জেনিফার রহমান বলেন, “এই উদ্যোগ আমাদের অভিন্ন লক্ষ্য এবং সহানুভূতিকে বাস্তব কর্মে রূপ দেওয়াকে প্রতিফলিত করে।’

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি ভবিষ্যৎ গড়া, যেখানে প্রতিটি নারী নিজেকে সমর্থিত মনে করবে, প্রতিটি কণ্ঠস্বর শোনা হবে, আর প্রতিটি উদ্যোগ হয়ে উঠবে স্থায়ী পরিবর্তনের অংশ।”

গত সাত বছরে VAAUS ছোট একটি অ্যালমনাই সংগঠন থেকে বিকশিত হয়ে এখন অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নট-ফর-প্রফিটস কমিশনে (এসিএনসি) নিবন্ধিত একটি দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার রয়েছে ডিডাকটিবল গিফট রিসিপেন্ট (ডিজিআর) মর্যাদা। এই সময়ে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার ৬টি অঙ্গরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মিলে ৪২ হাজার ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে। যা ব্যবহৃত হয়েছে দুর্যোগ সহায়তা, শিশুস্বাস্থ্য ও নারীদের কল্যাণমূলক কাজে।

Viqarunnisa 4

ভিএএইউএস গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫–এর টাইটেল স্পনসর হিসেবে ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস। এই অংশীদারত্ব পারস্পরিক বন্ধন, সহযোগিতা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক সুন্দর গল্প। দেশ-বিদেশে সরকারি অবকাঠামো, অফশোর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে, এআইএস মেরিন ইনভেস্টমেন্টস সবসময়ই এমন উদ্যোগকে পাশে থাকে যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। VAAUS–এর এই উদ্যোগ তারই এক উজ্জ্বল উদাহরণ, যা আগামী প্রজন্মের মনেও অনুপ্রেরণার আলো ছড়াবে।

প্রতিটি উদ্যোগ এবং গল্পের মাধ্যমে VAAUS প্রমাণ করে প্রকৃত শিক্ষা কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ফুঁটে ওঠে সেবা, সৌহার্দ্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।

৪ দিন আগে

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৫ দিন আগে

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

৭ দিন আগে

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

৮ দিন আগে