
বিডিজেন ডেস্ক

বাংলাদেশের ৪৮তম মিশন হিসেবে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানী প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রান্সে আরও আগে চালু হওয়ার কথা ছিল ই-পাসপোর্ট সেবা। সরকারের সীমাবদ্ধতার জায়গা থেকে একটু দেরি হলেও ফ্রান্স বাংলাদেশ মিশনে এ পাসপোর্ট কার্যক্রম চালু হলো। তিনি আরও জানান, মিশন প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতি সতর্ক হওয়া ও শুরুতে আবেদন কম গ্রহণ করা হলেও পরে জনবল বৃদ্ধির মাধ্যমে বেশিসংখ্যক আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশের ৪৮তম মিশন হিসেবে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানী প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রান্সে আরও আগে চালু হওয়ার কথা ছিল ই-পাসপোর্ট সেবা। সরকারের সীমাবদ্ধতার জায়গা থেকে একটু দেরি হলেও ফ্রান্স বাংলাদেশ মিশনে এ পাসপোর্ট কার্যক্রম চালু হলো। তিনি আরও জানান, মিশন প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতি সতর্ক হওয়া ও শুরুতে আবেদন কম গ্রহণ করা হলেও পরে জনবল বৃদ্ধির মাধ্যমে বেশিসংখ্যক আবেদন গ্রহণ করা হবে।
রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।
মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।
পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।
কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।