বিডিজেন ডেস্ক
বাংলাদেশের ৪৮তম মিশন হিসেবে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানী প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রান্সে আরও আগে চালু হওয়ার কথা ছিল ই-পাসপোর্ট সেবা। সরকারের সীমাবদ্ধতার জায়গা থেকে একটু দেরি হলেও ফ্রান্স বাংলাদেশ মিশনে এ পাসপোর্ট কার্যক্রম চালু হলো। তিনি আরও জানান, মিশন প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতি সতর্ক হওয়া ও শুরুতে আবেদন কম গ্রহণ করা হলেও পরে জনবল বৃদ্ধির মাধ্যমে বেশিসংখ্যক আবেদন গ্রহণ করা হবে।
বাংলাদেশের ৪৮তম মিশন হিসেবে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানী প্যারিসে দূতাবাস কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালকসহ কারিগরি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে ফ্রান্সে আরও আগে চালু হওয়ার কথা ছিল ই-পাসপোর্ট সেবা। সরকারের সীমাবদ্ধতার জায়গা থেকে একটু দেরি হলেও ফ্রান্স বাংলাদেশ মিশনে এ পাসপোর্ট কার্যক্রম চালু হলো। তিনি আরও জানান, মিশন প্রবাসীদের সেবা দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। ই-পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের প্রতি সতর্ক হওয়া ও শুরুতে আবেদন কম গ্রহণ করা হলেও পরে জনবল বৃদ্ধির মাধ্যমে বেশিসংখ্যক আবেদন গ্রহণ করা হবে।
ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।
মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।
ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি কাশ্মীরসহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।