logo
প্রবাসের খবর

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৫০ বাংলাদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৫০ বাংলাদেশি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা অভিবাসীরা। ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটকে পড়া আরও ১৫০ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ০২২২) তাঁরা দেশে ফিরে আসেন।

পৌঁছানোর পর ফিরে আসা অভিবাসীদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা স্বাগত জানান।

ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই মানব পাচারকারীদের মাধ্যমে প্রভাবিত হয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর উদ্দেশে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই লিবিয়ায় থাকাকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফিরে আসা অভিবাসীদের অবৈধ অভিবাসন, বিশেষ করে লিবিয়া হয়ে ইউরোপে বিপজ্জনক যাত্রা সম্পর্কে তাঁদের কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আইওএম প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা অর্থ অনুদান, খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে সাময়িক বাসস্থানের ব্যবস্থা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ মিশন এবং আইওএম লিবিয়াজুড়ে বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও দেখুন

জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোগে ব্যবসায়িক সম্মেলন

জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোগে ব্যবসায়িক সম্মেলন

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলেনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান ও বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরা হয়।

২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে: হাইকমিশনার

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে: হাইকমিশনার

অনিয়মিত প্রবাসীদের বৈধতা প্রসঙ্গে হাইকমিশনার বলেন, 'এই বিষয়টা প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়ার সরকারকে বলা হয়েছে। আমরাও বলে থাকি। সামনেও বলব। কিন্তু বৈধতা দেওয়ার বিষয়টা সম্পূর্ণ মালয়েশিয়ার সরকারের ব্যাপার।’

৩ ঘণ্টা আগে

কানাডায় বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদী রাজনীতির উত্থান, গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা

কানাডায় বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদী রাজনীতির উত্থান, গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা

ফারহানা আজিম শিউলী বলেন, শিক্ষা–অর্থনীতি–রাজনীতির বাণিজ্যিকীকরণ ও সামাজিক বৈষম্যও এই উত্থানকে ত্বরান্বিত করেছে। এখন দরকার জনগণনির্ভর গণতান্ত্রিক রাজনীতি, বিকল্প প্রগতিশীল শক্তির ঐক্য ও নতুন সাংস্কৃতিক–রাজনৈতিক বয়ান গঠন—যা মুক্তিযুদ্ধের মানবিক চেতনা ধারণ করবে, কিন্তু ক্ষমতার রাজনীতির হাতিয়ার হবে না।

১ দিন আগে

সিডনিতে আবারও চট্টগ্রাম উৎসব ৯ নভেম্বর

সিডনিতে আবারও চট্টগ্রাম উৎসব ৯ নভেম্বর

এবারের চট্টগ্রাম উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিংবদন্তি ‘আবুল বাবুর্চি’। তিনি সরাসরি চট্টগ্রাম থেকে আসছেন সিডনিতে। তিনি নিয়ে আসছেন চট্টগ্রামের আসল মেজবানি রান্নার স্বাদ ও ঐতিহ্য, যা উপভোগ করতে পারবেন সিডনির সকল চাটগাঁইয়া ও বাংলাদেশি প্রবাসীরা।

১ দিন আগে