
বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারেক এই ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে রয়্যাল ডিক্রি জারি করেছেন।
ওমানের এই নতুন নাগরিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে। এরমধ্যে একটি হলো নাগরিকত্ব পাওয়ার পর তারা দেশের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় থাকতে পারবেন না।
ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির নাগরিকত্ব চাইলে প্রবাসীদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য একজন প্রবাসীর খরচ হবে ৬০০ ওমানি রিয়াল।
বাংলাদেশের শ্রমশক্তির একটি 'বড় বাজার' ওমান। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারেক এই ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে রয়্যাল ডিক্রি জারি করেছেন।
ওমানের এই নতুন নাগরিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে। এরমধ্যে একটি হলো নাগরিকত্ব পাওয়ার পর তারা দেশের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় থাকতে পারবেন না।
ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির নাগরিকত্ব চাইলে প্রবাসীদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য একজন প্রবাসীর খরচ হবে ৬০০ ওমানি রিয়াল।
বাংলাদেশের শ্রমশক্তির একটি 'বড় বাজার' ওমান। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।
“তারা দূর দেশে, প্রিয়জনদের থেকে বহু দূরে থেকে কাজ করেন—শুধু ঘরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই পথে তারা নিজের আনন্দের মুহূর্তগুলো হারিয়ে ফেলেন,” বড় মঞ্চে দর্শকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে বলেন আসিফ।
হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে। প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।
জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।
সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।