বিডিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারেক এই ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে রয়্যাল ডিক্রি জারি করেছেন।
ওমানের এই নতুন নাগরিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে। এরমধ্যে একটি হলো নাগরিকত্ব পাওয়ার পর তারা দেশের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় থাকতে পারবেন না।
ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির নাগরিকত্ব চাইলে প্রবাসীদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য একজন প্রবাসীর খরচ হবে ৬০০ ওমানি রিয়াল।
বাংলাদেশের শ্রমশক্তির একটি 'বড় বাজার' ওমান। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী সুলতান হাইথাম বিন তারেক এই ৮৫ জন প্রবাসীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে রয়্যাল ডিক্রি জারি করেছেন।
ওমানের এই নতুন নাগরিকদের নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হবে। এরমধ্যে একটি হলো নাগরিকত্ব পাওয়ার পর তারা দেশের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় থাকতে পারবেন না।
ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির নাগরিকত্ব চাইলে প্রবাসীদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য একজন প্রবাসীর খরচ হবে ৬০০ ওমানি রিয়াল।
বাংলাদেশের শ্রমশক্তির একটি 'বড় বাজার' ওমান। ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, ২০২৩ সালের শেষে দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৭ লাখ ১৯ হাজার ১১১ জন। যা চলতি বছরের মে মাসের পর কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৪ হাজার ১০৮ জনে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।