logo
প্রবাসের খবর

কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। এতে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের বেশ সুবিধা হয়। কিন্তু কুয়েত থেকে কোনো এয়ারলাইনসের ফ্লাইট না থাকায় চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের দেশে যেতে হয় ঢাকা হয়ে। আবার ফিরতেও হয় ঢাকা হয়ে। ফলে তাদের বেশ সময় অপচয় এবং ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় কুয়েত থেকে চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত এক সভায় বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশনের নেতারা এ দাবি জানান।

সভায় বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট আবার চালুসহ বিগত সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়েও অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৭০ হাজারের ওপরে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সপ্তাহে সরাসরি একটি ফ্লাইট ছিল। ২০১৯ সালে করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ করার পর পরবর্তীতে আবার সেসব ফ্লাইট চালু হলেও কুয়েত থেকে চট্টগ্রামের সেই ফ্লাইটটি আর চালু হয়নি। বন্ধ হওয়ার পর থেকে কুয়েতে নোয়াখালী ফেনীসহ বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীরা ফ্লাইটটি চালু করার দাবি করে আসছেন।

কিন্তু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের কোনো দাবিই আমলে নেয়নি বিমান কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সরকার। এ ছাড়া, আল জাজিরা, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইনসের কুয়েত থেকে দীর্ঘ যাত্রাবিরতি দিয়ে চট্টগ্রামের ফ্লাইট থাকলেও তা বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশের রেমিট্যান্স খাতে অগ্রণী ভূমিকা রাখা চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সভায় বক্তারা কুয়েত থেকে সরাসরি বিমানের চট্টগ্রাম ফ্লাইট চালু না হলে রেমিট্যান্স বন্ধের ঘোষণা দেন।

তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইননের কুয়েত–চট্টগ্রাম সরাসরি ফ্লাইটি আবার চালু হলে প্রবাসীদের আর্থিক ক্ষতি ও সময় যেমন বাঁচবে, তেমনি ভোগান্তি কমবে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজদৌলাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি সমর্থন জানান বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

অরুষ্ঠানে কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্সযোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম।

বক্তব্য দেন হেফাজত ইসলামের কুয়েত শাখার আমির শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী এবং মাওলানা কাজী ইকবাল, মো আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মো. শাহাবুদ্দিন, মো. সুমন ও মো. পলাশ।

সঞ্চালনা করেন আবু হানিফ এরশাদ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির ধাক্কায় এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে বড় ধস

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির ধাক্কায় এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে বড় ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ধাক্কায় এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। বিশ্বের প্রায় সব দেশেই এ শুল্কের প্রভাব অব্যাহত অনুভূত হচ্ছে।

২০ মিনিট আগে

যেসব দেশ অনুরোধ করেছে, সেসব দেশের সঙ্গে শিগগিরই সমঝোতা আলোচনা: ট্রাম্প

যেসব দেশ অনুরোধ করেছে, সেসব দেশের সঙ্গে শিগগিরই সমঝোতা আলোচনা: ট্রাম্প

শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ ইতিমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে, সেসব দেশের সঙ্গে শিগগিরই সমঝোতা আলোচনা শুরু করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২ ঘণ্টা আগে

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫০০, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫০০, বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জো মিন তুন বলেন, ‘ভূমিকম্পে এ পর্যন্ত ৩ হাজার ৫৬৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৫ হাজার ১২ জন।

২ ঘণ্টা আগে

সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম

সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, কমেছে তেলের দাম

নতুন সপ্তাহে শেয়ারবাজার খুলতে খুলতেই আজ সোমবার (৭ এপ্রিল) এশিয়ায় বড় ধরনের ধস হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বৃহস্পতি ও শুক্রবারের ধারাবাহিকতায় আজও এই পতন; সেই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম।

১৪ ঘণ্টা আগে