logo
প্রবাসের খবর

কুয়েতে গতিসীমা লঙ্ঘন করলেই ধরে ফেলছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা

কুয়েতে যানবাহনের গতিসীমা লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কুয়েত টাইমস।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে গতিসীমা লঙ্ঘন করলেই ধরে ফেলছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা
কুয়েতের একটি ব্যস্ত সড়ক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কুয়েতে যানবাহনের গতিসীমা লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কুয়েত টাইমস।

এতে বলা হয়, গতিসীমা লঙ্ঘন করলে মুহূর্তের মধ্যে যানবাহনের প্ল্যাট নাম্বারের ছবি তুলে এই স্মার্ট ট্রাফিক ক্যামেরা।

সংশ্লিষ্ট সূত্র গাড়িচালকদের সতর্ক করে জানায়, এই ধরনের ক্যামেরার সামনে গতিসীমা লঙ্ঘন করলে তা রেকর্ড হয়।

কুয়েতের ট্রাফিক বিভাগ জানায়, সূক্ষ্মভাবে গতি নির্ণয়ে সক্ষম এই ক্যামেরা। এছাড়া ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট গতি বজায় রাখার প্রয়োজন। চালকদের জীবন রক্ষার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েত সরকার।

সূত্র জানায়, এসব ক্যামেরা প্রতি ঘণ্টায় ১০০টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শঙ্কা করছে। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতি মাসে প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়।

কুয়েতের সরকারের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি ভ্রাম্যমাণ নজরদারি ক্যামেরা এবং প্রায় ৪০০টি স্থায়ী নজরদারি ক্যামেরা স্থাপনের পর থেকে প্রায় ৪২ লাখ মিলিয়ন ট্রাফিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।