বিডিজেন ডেস্ক
কুয়েতে যানবাহনের গতিসীমা লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কুয়েত টাইমস।
এতে বলা হয়, গতিসীমা লঙ্ঘন করলে মুহূর্তের মধ্যে যানবাহনের প্ল্যাট নাম্বারের ছবি তুলে এই স্মার্ট ট্রাফিক ক্যামেরা।
সংশ্লিষ্ট সূত্র গাড়িচালকদের সতর্ক করে জানায়, এই ধরনের ক্যামেরার সামনে গতিসীমা লঙ্ঘন করলে তা রেকর্ড হয়।
কুয়েতের ট্রাফিক বিভাগ জানায়, সূক্ষ্মভাবে গতি নির্ণয়ে সক্ষম এই ক্যামেরা। এছাড়া ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট গতি বজায় রাখার প্রয়োজন। চালকদের জীবন রক্ষার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েত সরকার।
সূত্র জানায়, এসব ক্যামেরা প্রতি ঘণ্টায় ১০০টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শঙ্কা করছে। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতি মাসে প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়।
কুয়েতের সরকারের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি ভ্রাম্যমাণ নজরদারি ক্যামেরা এবং প্রায় ৪০০টি স্থায়ী নজরদারি ক্যামেরা স্থাপনের পর থেকে প্রায় ৪২ লাখ মিলিয়ন ট্রাফিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
কুয়েতে যানবাহনের গতিসীমা লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কুয়েত টাইমস।
এতে বলা হয়, গতিসীমা লঙ্ঘন করলে মুহূর্তের মধ্যে যানবাহনের প্ল্যাট নাম্বারের ছবি তুলে এই স্মার্ট ট্রাফিক ক্যামেরা।
সংশ্লিষ্ট সূত্র গাড়িচালকদের সতর্ক করে জানায়, এই ধরনের ক্যামেরার সামনে গতিসীমা লঙ্ঘন করলে তা রেকর্ড হয়।
কুয়েতের ট্রাফিক বিভাগ জানায়, সূক্ষ্মভাবে গতি নির্ণয়ে সক্ষম এই ক্যামেরা। এছাড়া ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট গতি বজায় রাখার প্রয়োজন। চালকদের জীবন রক্ষার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েত সরকার।
সূত্র জানায়, এসব ক্যামেরা প্রতি ঘণ্টায় ১০০টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শঙ্কা করছে। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতি মাসে প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়।
কুয়েতের সরকারের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি ভ্রাম্যমাণ নজরদারি ক্যামেরা এবং প্রায় ৪০০টি স্থায়ী নজরদারি ক্যামেরা স্থাপনের পর থেকে প্রায় ৪২ লাখ মিলিয়ন ট্রাফিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
কুয়েতের একটি তদন্ত কমিটি ২ হাজার ৮৯৯ কুয়েতির নাগরিকত্ব বাতিল করেছে। এ সিদ্ধান্তটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের কাছে পাঠানো হবে।
কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সৌদি রেড ক্রিসেন্টের মদিনা শাখার পরিচালক ডা. আহমেদ বিন আলী আল জাহরানির ও মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলাজিজ আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসটির উদ্বোধন করেন।