
বিডিজেন ডেস্ক

বাহরাইনের বাদশাহ তাঁর সিংহাসনে বসার ২৫তম বার্ষিকী উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর বুধবার ৪৫৭ জন বন্দিকে ক্ষমা করেছেন। মুক্তি পাওয়াদের মধ্যে অনেকেই রাজবন্দী বলে মনে হচ্ছে।
সরকার-চালিত বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, এই গণমুক্তি যারা পেলের তাদের অনেকেই ২০১১ সালে আবর বসন্তের প্রতিবাদের সময় ভিন্নমতের এইসব লোকজনকে বন্দী করা হয়।
বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার আদেশে মুক্তিপ্রাপ্ত বন্দীদের নামের কোনো তালিকা ছিল না। প্রথম আমির হিসেবে তিনি বাহরাইনকে শাসন করেছিলেন।
এ বিষয়ে বাহরাইনের সরকার মার্কিন বার্তা সংস্থা এপির প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তবে বলেছে যে, ফৌজদারি বিচারের প্রতি বাহরাইনের প্রতিশ্রুতি রক্ষার্থে আজ ৪৫০ জনেরও বেশি ব্যক্তিকে সমাজে ইতিবাচকভাবে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির অ্যাডভোকেসি ডিরেক্টর সাইয়েদ আহমেদ আলওয়াদাই জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের অনেকেই রাজনৈতিক বন্দী। তাঁরা কঠোর পুনর্বাসন ও সংস্কার কেন্দ্র থেকে মুক্তি পেয়েছে। এই কারাগারের পরিস্থিতি নিয়ে এক সময় সেখানকার বন্দীরা বিক্ষোভ ও অনশন করেছে।

বাহরাইনের বাদশাহ তাঁর সিংহাসনে বসার ২৫তম বার্ষিকী উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর বুধবার ৪৫৭ জন বন্দিকে ক্ষমা করেছেন। মুক্তি পাওয়াদের মধ্যে অনেকেই রাজবন্দী বলে মনে হচ্ছে।
সরকার-চালিত বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, এই গণমুক্তি যারা পেলের তাদের অনেকেই ২০১১ সালে আবর বসন্তের প্রতিবাদের সময় ভিন্নমতের এইসব লোকজনকে বন্দী করা হয়।
বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার আদেশে মুক্তিপ্রাপ্ত বন্দীদের নামের কোনো তালিকা ছিল না। প্রথম আমির হিসেবে তিনি বাহরাইনকে শাসন করেছিলেন।
এ বিষয়ে বাহরাইনের সরকার মার্কিন বার্তা সংস্থা এপির প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তবে বলেছে যে, ফৌজদারি বিচারের প্রতি বাহরাইনের প্রতিশ্রুতি রক্ষার্থে আজ ৪৫০ জনেরও বেশি ব্যক্তিকে সমাজে ইতিবাচকভাবে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির অ্যাডভোকেসি ডিরেক্টর সাইয়েদ আহমেদ আলওয়াদাই জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের অনেকেই রাজনৈতিক বন্দী। তাঁরা কঠোর পুনর্বাসন ও সংস্কার কেন্দ্র থেকে মুক্তি পেয়েছে। এই কারাগারের পরিস্থিতি নিয়ে এক সময় সেখানকার বন্দীরা বিক্ষোভ ও অনশন করেছে।
আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলেনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান ও বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরা হয়।
অনিয়মিত প্রবাসীদের বৈধতা প্রসঙ্গে হাইকমিশনার বলেন, 'এই বিষয়টা প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়ার সরকারকে বলা হয়েছে। আমরাও বলে থাকি। সামনেও বলব। কিন্তু বৈধতা দেওয়ার বিষয়টা সম্পূর্ণ মালয়েশিয়ার সরকারের ব্যাপার।’
ফারহানা আজিম শিউলী বলেন, শিক্ষা–অর্থনীতি–রাজনীতির বাণিজ্যিকীকরণ ও সামাজিক বৈষম্যও এই উত্থানকে ত্বরান্বিত করেছে। এখন দরকার জনগণনির্ভর গণতান্ত্রিক রাজনীতি, বিকল্প প্রগতিশীল শক্তির ঐক্য ও নতুন সাংস্কৃতিক–রাজনৈতিক বয়ান গঠন—যা মুক্তিযুদ্ধের মানবিক চেতনা ধারণ করবে, কিন্তু ক্ষমতার রাজনীতির হাতিয়ার হবে না।
এবারের চট্টগ্রাম উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে কিংবদন্তি ‘আবুল বাবুর্চি’। তিনি সরাসরি চট্টগ্রাম থেকে আসছেন সিডনিতে। তিনি নিয়ে আসছেন চট্টগ্রামের আসল মেজবানি রান্নার স্বাদ ও ঐতিহ্য, যা উপভোগ করতে পারবেন সিডনির সকল চাটগাঁইয়া ও বাংলাদেশি প্রবাসীরা।

ফারহানা আজিম শিউলী বলেন, শিক্ষা–অর্থনীতি–রাজনীতির বাণিজ্যিকীকরণ ও সামাজিক বৈষম্যও এই উত্থানকে ত্বরান্বিত করেছে। এখন দরকার জনগণনির্ভর গণতান্ত্রিক রাজনীতি, বিকল্প প্রগতিশীল শক্তির ঐক্য ও নতুন সাংস্কৃতিক–রাজনৈতিক বয়ান গঠন—যা মুক্তিযুদ্ধের মানবিক চেতনা ধারণ করবে, কিন্তু ক্ষমতার রাজনীতির হাতিয়ার হবে না।
১ দিন আগে