logo
প্রবাসের খবর

কাতারের দোহায় ট্রানজিট, সময় কাটাবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
কাতারের দোহায় ট্রানজিট, সময় কাটাবেন যেভাবে
ছবি: দ্য প্রেসের সৌজন্যে

যদিও সবাই দুবাই সম্পর্কেই বেশি জানেন। কিন্তু এর কাছাকাছি কাতারের দোহা নিউজিল্যান্ড ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে। মানিহাবের প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার ওয়ালশ সেই দোহায় এক বা দুই দিনের স্টপওভার (বিরতি) কাটানোর টিপস শেয়ার করেছেন ভ্রমণভিত্তিক ওয়েবসাইট দ্য প্রেসের সঙ্গে।

কাতারের রাজধানীকে একটি বিশ্বমানের ট্রানজিট গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এয়ারলাইনস ও বিমানবন্দর। এর আওতায় আপনি ঘুরে দেখতে পারবেন দারুণ এক শহর। আর তা দেখা যাবে খুব অল্প সময়েই।

কাতার এয়ারওয়েজের অকল্যান্ড ফ্লাইট সারা বছর স্থানীয় সময় রাত ৯টার দিকে পৌঁছায়। এরপর এক বা দুই রাতের স্টপওভার আপনাকে আরাম, সুবিধা এবং ভিন্ন কিছু আনন্দের সময় দেবে। তারপর আপনি আপনার যাত্রার জন্য সকালে (বা সন্ধ্যায়) আরাম করে চলে যেতে পারেন।

সকাল: ইসলামিক আর্টের জাদুঘরে গিয়ে আপনার দিন শুরু করতে পারেন। যদিও এটি এত বড় নয়। তবে এর স্থাপত্য ও ওয়াটারফ্রন্টের কারুকার্য চোখের আরাম। বিল্ডিংটি আই. এম. পেই ডিজাইন করেছেন। প্যারিস ল্যুভরের গ্লাস পিরামিডও তাঁর করা। এটি তাঁর একটি মাস্টারপিস। চারপাশে দারুণ পরিবেশে সেরে নিতে পারবেন সকালের নাস্তা কিংবা চুমুক দিতে পারেন এক কাপ কফিতে।

বিকেল: হাঁটা দূরত্বে দোহা বিমানবন্দর থেকে যেতে পারেন জাতীয় জাদুঘরে। এতে রয়েছে কাতারের অতীত ও বর্তমান সংস্কৃতির সব নিদর্শন। আর ভবিষ্যতে তারা কী করতে যাচ্ছে সে ব্যাপারেও ধারণা পেয়ে যাবেন এক ঝলকে। এটি একটি হাই-টেক জাদুঘর, যা দেশের প্রাকৃতিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। সন্ধ্যার দিকে সুর্যাস্ত দেখার জন্য বন্দরে হাঁটতে পারেন। সেখানে কিছু আনন্দঘন সময়ও কাটবে।

সন্ধ্যা: শহরের সবচেয়ে প্রাণবন্ত ও নান্দনিক স্পটগুলোর মধ্যে একটি সুক ওয়াকিফ। রাতের খাবারের জন্য সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন মানিহাবের প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার ওয়ালশ। মশলা দিয়ে দারুণ হাতের রান্না আপনাকে আলাদা স্বাদ দেবে।

এরপর সেখানে আপনি যখন সরু গলির মধ্য দিয়ে হাঁটাহাঁটি করবেন আশপাশের দর্শনীয় স্থান, শব্দ এবং ঘ্রাণ তখন জীবন্ত হয়ে ওঠে। রাতের খাবারের জন্য মানিহাবের প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার ওয়ালশের পছন্দের মধ্যে রয়েছে ইরাকি, ইয়েমেনি ও পার্সিয়ান রেস্তোরাঁও। এরপর এখানে কিছু সময় ব্যয় করে মনটা শান্ত করে নিন। পরবর্তী ভ্রমণের জন্য যা বেশ দরকারি।

এই শহরে নামিদামী হোটেল ছাড়াও স্পা, স্টিম, জিম ও পুল রয়েছে। তাতে কাটাতে পারেন সময়। বিভিন্ন হোটেলে দেওয়া হয় স্বাস্থ্যসেবাও। ট্যাক্সি রয়েছে, এ ছাড়া রয়েছে মেট্রোও।

আরও পড়ুন

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশ এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

বাংলাদেশ এড়িয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।

২১ ঘণ্টা আগে

যুদ্ধে ইসলামাবাদ-দিল্লি দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি: শাহবাজ শরিফ

যুদ্ধে ইসলামাবাদ-দিল্লি দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি: শাহবাজ শরিফ

ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি কাশ্মীরসহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

১ দিন আগে

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের চুক্তি সই

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের চুক্তি সই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির আওতায় কমপক্ষে ১ লাখ ২০ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এসব তথ্য জানিয়েছে।

৩ দিন আগে