logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘হেলেনের’ আঘাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘হেলেনের’ আঘাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ফ্লোরিডায় আঘাত হানার পর থেকে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে অন্তত ২০৪ জন নিহত হয়েছেন।

২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী হ্যারিকেনে পরিণত হয়েছে হেলেন।

শুধুমাত্র নর্থ ক্যারোলাইনাতেই অর্ধেকের বেশি মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে, পশ্চিম নর্থ ক্যারোলাইনায় অবস্থিত বুনকোম্ব কাউন্টিতে ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হ্যারিকেন হেলেনে ক্ষতিগ্রস্তদের কাছে খাবার, পানি ও অন্য গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহে সহায়তা করতে অবিলম্বে এক হাজার সক্রিয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার জানিয়েছেন, ইতিমধ্যে নর্থ ক্যারোলাইনার ন্যাশনাল গার্ড বাহিনীর সহস্রাধিক সেনা মোতায়েন করা হয়েছে যারা খাদ্য ও পানি সরবরাহ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার গভর্নর বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চলের মানুষকে চব্বিশ ঘণ্টা সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার ক্ষয়ক্ষতি জরিপের জন্য ক্যারোলিনা সফর করেন বাইডেন। পরে ফ্লোরিডা ও জর্জিয়া সফর করার ছিল তাঁর।

আরও দেখুন

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

হুমায়ূন আহমেদ স্মরণে সিডনিতে পড়ুয়ার আসরের বিশেষ আয়োজন ‘প্রিয় পদরেখা’

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুমায়ূন আহমেদের রচনা থেকে বাছাই করা অংশের পাঠ। রোকেয়া আহমেদ, কাশফী আসমা আহমেদ ও মাজনুন মিজানের গ্রন্থনায় সাজানো এই পর্বে ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ও কবিতা পাঠে অংশ নেন বহু পাঠক-সাহিত্যপ্রেমী।

১ দিন আগে

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৬০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুবার অনুষ্ঠিত হয়।

৩ দিন আগে

আরব আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলে ৪ দিনের ছুটি

আরব আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলে ৪ দিনের ছুটি

সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি খাতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উপলক্ষে বেতনসহ ছুটি পালন করা হবে। জাতীয় দিবসের ২ দিনের ছুটির আগে শনিবার-রোববারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা মোট চার দিনের ছুটি উপভোগ করবেন।

৩ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কুলগুলোতে ২ দিনের ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে স্কুলগুলোতে ২ দিনের ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ঈদ আল ইত্তিহাদ উপলক্ষে ২ দিনের ছুটি পালন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।

৩ দিন আগে