বিডিজেন ডেস্ক
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৪৩) নামে বাংলাদেশি ওই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারন্যাশনাল এক্সিবিশন জল্লাক রোডে এই ঘটনা ঘটে।
আহত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তাদের সবাইকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। ২ জন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত আলমগীর নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামের বাসিন্দা।
২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজধানী মানামায় কুয়েতি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও বাহারাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর দেশটির আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে।
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৪৩) নামে বাংলাদেশি ওই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারন্যাশনাল এক্সিবিশন জল্লাক রোডে এই ঘটনা ঘটে।
আহত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তাদের সবাইকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। ২ জন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত আলমগীর নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামের বাসিন্দা।
২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজধানী মানামায় কুয়েতি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও বাহারাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর দেশটির আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।