logo
প্রবাসের খবর

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৪৩) নামে বাংলাদেশি ওই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

২৩ সেপ্টেম্বর (সোমবার) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারন্যাশনাল এক্সিবিশন জল্লাক রোডে এই ঘটনা ঘটে।

আহত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তাদের সবাইকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। ২ জন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত আলমগীর নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামের বাসিন্দা।

২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজধানী মানামায় কুয়েতি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও বাহারাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।

এরপর দেশটির আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

২ দিন আগে

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৬ মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।

৩ দিন আগে

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন।

৭ দিন আগে