logo
প্রবাসের খবর

বিদেশি প্রতিভাধর ব্যক্তিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, পাচ্ছেন কারা?

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিদেশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বিদেশি প্রতিভাধর ব্যক্তিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, পাচ্ছেন কারা?
সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিদেশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে। ইতিমধ্যে সম্প্রতি বেশ কয়েকজন বিজ্ঞানি, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ব্যক্তিদের সৌদি আরবে আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে রিয়াদ। দেশটির এক রাজকীয় আদেশে বলা হয়েছে, বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, চিকিৎসক, উদ্যোক্তা ও বিভিন্ন খাতের মেধাবী ব্যক্তি ও দক্ষ ব্যক্তিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব।

সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) ৪ জুলাই (২০২৪) এ তথ্য জানিয়েছে। এছাড়া, এসপিএর বরাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ ও গালফ নিউজ।

সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং অর্থনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকের ধারণা।

রাজকীয় এ ঘোষণা ধর্মীয়, চিকিৎসা, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং প্রযুক্তিগত ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন এবং ব্যতিক্রমী বৈশ্বিক প্রতিভাধর ব্যক্তিদের আকৃষ্ট করার জন্য দেশটির উদ্যোগের সঙ্গে মিল রেখে দেওয়া হয়েছে।

ব্যতিক্রমী সৃজনশীল প্রতিভা ধরে রাখতে ও বিনিয়োগকে উৎসাহিত করতে সৌদি আরব রূপকল্প ২০৩০ গ্রহণ করেছে। এই রূপকল্প বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ লোকবল প্রয়োজন দেশটির।

সৌদি আরবের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিদের আকৃষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে, যাতে দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা ও উদ্ভাবনে জোর দেওয়া সম্ভব হয়। এ প্রচেষ্টা বাড়াতে সৌদি রাজপরিবার থেকে নতুন করে দক্ষ লোকজনকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালে রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের নির্বাচিত ব্যক্তিদের সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছিল। দেশটির আশরাক আল-আওসাত পত্রিকায় বলা হয়েছে, রাজকীয় ঘোষণার মাধ্যমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাঁর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী হেভোলিউশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ খান।

স্বাস্থ্য খাতে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে সৌদি নাগরিকত্ব পেয়েছেন তিনি। সিঙ্গাপুর বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী জ্যাকি উয়ি-রুকেও সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে ন্যানোবায়োল্যাবের প্রধান। এ ছাড়া লেবাননের বিজ্ঞানী নাভিন কাসাব সৌদি নাগরিকত্ব পেয়েছেন। পরিবেশবিজ্ঞান ও প্রকৌশলে দক্ষতার কারণে ফ্রান্সের বিজ্ঞানী নুরুদ্দিন জাফরকেও নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব।

আরো পড়ুন

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।