logo
প্রবাসের খবর

সৌদি মেগাসিটি নিওমের পিছনে কত অপকর্ম!

সৌদি আরবের নিওম মেগাসিটি প্রকল্পের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বর্ণবাদ, দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বুধবার বিখ্যাত মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সৌদি মেগাসিটি নিওমের পিছনে কত অপকর্ম!

সৌদি আরবের নিওম মেগাসিটি প্রকল্পের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বর্ণবাদ, দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বুধবার বিখ্যাত মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিওম নামের এই নতুন সৌদি মেগাসিটির জন্য বিনিয়োগ ধরা হয়েছে পাঁচ শ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার। প্রকল্পের সাথে জড়িতরা বলছেন, নতুন এই সিটি হবে নিউইয়র্ক নগরীর আয়তনের ৩৩ গুণ বড়। এর দৈর্ঘ্য হবে ১৭০ কিলোমিটার। মেগা সিটির একটি অংশ পানির ওপর ভাসবে। এখানে স্কি রিসর্টসহ নানা আয়োজন থাকবে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে নিওমের অস্ট্রেলিয়ান ব্যবস্থাপনা পরিচালক ওয়েন বোর্গের বিরুদ্ধে

বৈষম্যমূলক ও বর্ণবাদী মন্তব্য একাধিক অভিযোগ উঠেছে। বোর্গ এখানে মিডিয়ার দায়িত্বে আছেন। একটি ঘটনায় প্রকল্পের তিনজন কর্মী মারা যাওয়ার পরে বোর্গ বলেছিলেন, ‘যদি বেশ কিছু লোক মারাও যায় তাহলে বিষয়টি নিয়ে আমরা রবিবার রাতে মিটিং করব।’ এতটাই অসংবেদনশীল তিনি।

বোর্গ নিওমে কর্মরত দক্ষিণ এশীয় অভিবাসী শ্রমিকদের অভব্য ভাষায় গালি দেন। বলেন, ‘এ জন্যই শ্বেতাঙ্গ লোকেরা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে’। মন্তব্যগুলো তিনি করেছেন টেলিফোনে আলাপের সময়। এই আলাপের অডিও ওয়াল স্ট্রিট জার্নালের হাতে এসেছে। শ্রমিকের মৃত্যুর বিষয়ে অন্য একটি আলাপে বোর্গ বলেছিলেন, “আপনি বোকামির জন্য কাউকে প্রশিক্ষণ দিতে পারেন না। এজন্য শ্বেতাঙ্গ পুরুষেরা গাছের শীর্ষে রয়েছে।”

পাইপ পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে। আর একটি দেয়াল ধসে পড়ে মারা যান। প্রতিবেদনে বর্তমান ও সাবেক কর্মচারীদের উদ্ধৃত করে বলা হয়েছে, তৃতীয় কর্মীটি ভুলভাবে বিস্ফোরক রক্ষণাবেক্ষণের কারণে মারা যান। নিওমের সাবেক কর্মীরা বলছেন, একজন কালো মহিলা কর্মচারীকে বোর্গ ‘ব্ল্যাক শিট’ বলে গালি দেন। এজন্য মানব সম্পদ বিভাগ তাকে ডেকে পাঠায়। বোর্গ অবশ্য এ ধরনের কোনো মন্তব্য করার কথা অস্বীকার করেন। এক কর্মচারীর প্রশ্নের জবাবে বোর্গ ফিরতি মেসেজ পাঠিয়ে লেখেন, ‘আমি তোমাকে মিস করছি। তোমার নিতম্ব বেয়ন্সের চেয়েও ভালো।’ এই মেসেজে একটি চুম্বনের ইমোজিও ছিল।

এই ঘটনা সম্পর্কে একটি মিটিংয়ে বোর্গ বলেন, ‘ওই কালো কুত্তির সাথে আমি এমনটা করেছি।’ মিটিং-এর অডিও রেকর্ডিং পত্রিকাটির কাছে এসেছে। অন্যান্য অডিও ক্লিপ অনুসারে বোর্গ উপসাগরীয় অঞ্চলের নারীদের বিষয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। সাথে ছিল অশ্লীল রসিকতা। তিনি বলেন, ‘আমি সবাইকে দাসের মতো চালাই।’

বোর্গের এই অসাদাচরণ সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বক্তব্যে নিওম কর্তৃপক্ষ বলেছে, কর্মক্ষেত্রে অনুপযুক্ত আচরণের প্রতি শূন্য সহনশীলতার দৃষ্টিভঙ্গি রয়েছে তাদের। ভুল কাজের অভিযোগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বোর্গের প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবেদনে বলা হয়েছে যে নিওমের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি বিষয়ে তদন্ত করা হয়েছে। নিওমের ঊর্ধ্বতন নির্বাহীদের মধ্যে একজন হলেন আন্তোনি ভিভস। তিনি বার্সেলোনার সিটি হলে চাকরির সময় দুর্নীতির অভিযোগে স্পেনের একটি আদালতে ২০২১ সালে দোষী সাব্যস্ত হন। তিনি দোষ স্বীকার করেন এবং দুই বছরের কারাবাস থেকে রক্ষা পান।

সাবেক কর্মচারীদের মতে ভিভস নিওম থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু আবার ফিরে আসতে রাজিও ছিলেন। সূত্রগুলি বলেছে, তার সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে একটি সম্পর্ক আছে। কথিত আছে মোহাম্মদ বিন বলেছেন, ভিভস সৌদি আরবের মাটিতে কোনো অপরাধ না করলে তিনি ভিভসের অপরাধের বিষয়টি পরোয়া করেন না।

স্পেনের প্রসিকিউটররা এখন অন্য দুর্নীতির অভিযোগে ভিভসকে খুঁজছেন। অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও ন্যায়বিচারের বিকৃতির অভিযোগে প্রসিকিউটররা ভিভসের ছয় বছরের কারাদণ্ডের দাবি করছেন। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ভিভস।

নিওমের প্রধান নির্বাহী নাদমি আল-নাসর। তিনি একজন কঠোর ব্যবস্থাপক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনিও বলছেন, “আমি সবাইকে ক্রীতদাসের মতো চালাই।” এই কথার রেকর্ডও পত্রিকাটির হাতে এসেছে।

নিওম মেগাসিটি হলো যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কৌশলের একটি কেন্দ্রবিন্দু, যা এই আরব দেশটিকে তেল নির্ভরতা থেকে দূরে সরিয়ে অন্যত্র নিয়ে এসে বিশ্ব মঞ্চে সুনাম বাড়াতে পারে।

গত মে মাসে মিডল ইস্ট আই সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছিল। রিপোর্ট বলা হয়েছিল, সৌদি নিরাপত্তা কর্মকর্তাদের নিওশ মেগাসিটি প্রজেক্টের জন্য নির্ধারিত এলাকা থেকে উচ্ছেদ প্রতিরোধকারীদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সৌদি সরকারের বিরুদ্ধে নিওমের জন্য পথ তৈরির জন্য কয়েক শতাব্দী ধরে তাঁবুতে বসবাসকারী হোয়েতাত উপজাতির সদস্যদের জোর করে বাস্তুচ্যুত করার অভিযোগ রয়েছে। ইউকে-ভিত্তিক আলকস্ট রাইটস গ্রুপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপজাতির অন্তত ৪৭ জন সদস্যকে উচ্ছেদ প্রতিরোধের জন্য গ্রেপ্তার বা আটক করা হয়েছে, যার মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

কুয়েতে প্রবাসীদের জন্য বাড়তে পারে পেট্রোলের দাম

শুধুমাত্র প্রবাসীদের জন্য পেট্রোলের দাম বাড়াতে যাচ্ছে কুয়েত সরকার। কর্তৃপক্ষ কুয়েতিদের জন্য একটি নগদ অর্থের ভর্তুকি অনুমোদন করবে যাতে তাদের ওপর পেট্রোলের দামের বৃদ্ধি কোনো প্রভাব না পড়ে।

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস।