logo
প্রবাসের খবর

সীমান্তে ১৭ ইসরায়েলি সেনা হত্যার দাবি হিজবুল্লাহর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
সীমান্তে ১৭ ইসরায়েলি সেনা হত্যার দাবি হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দিনভর সীমান্ত এলাকায় সংঘর্ষে ১৭ ইসরায়েলি সেনা হত্যার দাবি করেছে হিজবুল্লাহ।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, লেবাননের সামরিক সূত্র ও হিজবুল্লাহ সূত্র জানিয়েছে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর হিজবুল্লাহ যোদ্ধাদের দলগুলো দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আদিসেহ ও কাফর কিলা গ্রামের দিকে ইসরায়েলের অগ্রযাত্রা থামাতে সক্ষম হয়।

সূত্রগুলো বলেছে, ইসরায়েলি বাহিনী সীমান্তরেখা দিকে পিছু হটলে সংঘর্ষের তীব্রতা কমে যায় এবং রকেট ও আর্টিলারি ফায়ার বিনিময়ের মধ্যেই লড়াই সীমাবদ্ধ থাকে।

লেবাননের সামরিক সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে আদিসেহ ও কাফর কিলা গ্রামে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে।

এ সময় প্রায় ৫০ সদস্যের ইসরায়েলি বাহিনী লেবানন ও ইসরায়েলকে পৃথককারী ব্লু লাইন অতিক্রম করে। এর আগে, ওই এলাকার বেশ কয়েকটি শহর ও গ্রাম লক্ষ্য করে আর্টিলারি গোলাবর্ষণ ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা বৃহস্পতিবার আদিসেহ ও কাফর কিলা গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের একটি উপস্থিতি লক্ষ্য করে রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে। সেইসঙ্গে সীমান্তবর্তী দুটি গ্রামে অনুপ্রবেশের চেষ্টা করা ‘শত্রু বাহিনীর’ বিরুদ্ধে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা, সমাবেশ, কমান্ড সেন্টার ও আর্টিলারি অবস্থান লক্ষ্য করে অন্তত ৩০টি সামরিক অভিযান চালিয়েছে।

সংঘর্ষের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ প্রবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ প্রবাসী গ্রেপ্তার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আজ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াতের রেকর্ড

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াতের রেকর্ড

সৌদির বিমানবন্দরগুলো দিয়ে ২০২৪ সালে রেকর্ড ১২ কোটি ৮০ লাখ যাত্রী যাতায়াত করেছে। যা এর আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। সৌদির পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়ছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

১৩ ঘণ্টা আগে

রমজানে কুয়েতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ছুটির নতুন নিয়ম

রমজানে কুয়েতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ছুটির নতুন নিয়ম

পবিত্র রমজান মাসে কুয়েতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ছুটির নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এই নিয়ম অনুযায়ী, রমজানের শেষ ১০ দিন তারা কোনো ছুটি নিতে পারবেন না।

১ দিন আগে

সৌদি মুদ্রার নতুন প্রতীক উন্মোচন

সৌদি মুদ্রার নতুন প্রতীক উন্মোচন

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করা হয়েছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এই প্রতীক অনুমোদন করেছেন। স্থানীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

২ দিন আগে