বিডিজেন ডেস্ক
কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজ ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে স্পেন। দেশটিতে অন্তত দুই বছর ধরে বাস করছেন এমন অভিবাসীরাই পাবেন এ সুযোগ। স্পেন সরকার জানিয়েছে, আগামী বছরের মার্চ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, স্পেনে বেশ কয়েকটি খাতে শ্রমঘাটতি রয়েছে। সে সব দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।
এ ছাড়া স্পেনের অভিবাসন দপ্তর জানিয়েছে, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো শিথিল করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামে নতুন একটি রেসিডেন্স পারমিট ঘোষণা করা হয়েছে।
কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজ ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে স্পেন। দেশটিতে অন্তত দুই বছর ধরে বাস করছেন এমন অভিবাসীরাই পাবেন এ সুযোগ। স্পেন সরকার জানিয়েছে, আগামী বছরের মার্চ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, স্পেনে বেশ কয়েকটি খাতে শ্রমঘাটতি রয়েছে। সে সব দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।
এ ছাড়া স্পেনের অভিবাসন দপ্তর জানিয়েছে, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো শিথিল করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামে নতুন একটি রেসিডেন্স পারমিট ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ৩ মাস পর অবশেষে গাজায় ত্রাণ প্রবেশ করেছে। গতকাল সোমবার (১৯ মে) ভূথন্ডটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করে জাতিসংঘের ৯টি ট্রাক।
ফিলিস্তিনের গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে এবং দেশটির নাগরিকেরাও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপকার থেকে বঞ্চিত হবে না। এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বাণিজ্যে শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে হাউস বাজেট কমিটিতে অনুমোদিত আইনের আওতায় এই কর আরোপ করা হবে।