বিডিজেন ডেস্ক
কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজ ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে স্পেন। দেশটিতে অন্তত দুই বছর ধরে বাস করছেন এমন অভিবাসীরাই পাবেন এ সুযোগ। স্পেন সরকার জানিয়েছে, আগামী বছরের মার্চ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, স্পেনে বেশ কয়েকটি খাতে শ্রমঘাটতি রয়েছে। সে সব দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।
এ ছাড়া স্পেনের অভিবাসন দপ্তর জানিয়েছে, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো শিথিল করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামে নতুন একটি রেসিডেন্স পারমিট ঘোষণা করা হয়েছে।
কর্মমুখী শিক্ষার মাধ্যমে অনিয়মিত অভিবাসীদের কাজ ও অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে স্পেন। দেশটিতে অন্তত দুই বছর ধরে বাস করছেন এমন অভিবাসীরাই পাবেন এ সুযোগ। স্পেন সরকার জানিয়েছে, আগামী বছরের মার্চ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
অভিবাসীবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, স্পেনে বেশ কয়েকটি খাতে শ্রমঘাটতি রয়েছে। সে সব দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।
এ ছাড়া স্পেনের অভিবাসন দপ্তর জানিয়েছে, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো শিথিল করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামে নতুন একটি রেসিডেন্স পারমিট ঘোষণা করা হয়েছে।
কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের অভিযোগে দেশটির দ্য টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস। দ্য টাইমসের ১৭ আগস্টের (২০২৫) একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই অপরাধী চক্রের মূলহোতা একজন বাংলাদেশি নাগরিক।
যুক্তরাষ্ট্র ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। দেশটির আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ভিসা আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। এখন থেকে ভিসা আবেদনে আগের ৫টি পরীক্ষার বদলে ৯টি পরীক্ষার ফলাফল গ্রহণ করা হবে। পরিবর্তিত এই নিয়ম ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।