logo
প্রবাসের খবর

সংযুক্ত আরব আমিরাত: সিনেমা মুক্তি কঠিন হচ্ছে, মানতে হবে ৯ নিয়ম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সংযুক্ত আরব আমিরাত: সিনেমা মুক্তি কঠিন হচ্ছে, মানতে হবে ৯ নিয়ম
সিনেমা মুক্তি কঠিন হচ্ছে আরব আমিরাতে । কোলাজ

সংযুক্ত আরব আমিরাতে ইচ্ছা করলেই যেকোনো সিনেমা দেখানো যাবে না। দেখাতে হলে মানতে হবে ওই দেশের সুনির্দিষ্ট কিছু নিয়ম। এই নিয়মের বেড়াজালে সবচেয়ে বিপদে পড়তে পারে ভারতীয় সিনেমা।

খালিজ টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কিছু সিনেমা মুক্তি পেতে দেরি হতে পারে। এমনকি নিষিদ্ধও হতে পারে। সেজন্য কোনো সিনেমা জনসমক্ষে দেখানোর আগে অবশ্যই সেটি সে দেশের গণমাধ্যমের জন্য সরকারের বেধে দেওয়া মানদণ্ড মেনেছে কিনা, তা আগে দেখা হবে।

এটি নিশ্চিত করতে সম্প্রতি একটি নতুন ফেডারেল বা কেন্দ্রীয় আইন জারি করা হয়েছে। এই আইনে বলা হয়েছে দেশের ন্যাশনাল মিডিয়া অফিস জাতীয় পর্যায়ে দেশের গণমাধ্যম খাতের উন্নয়নের জন্য সব দায়-দায়িত্ব পালন করবে। এটির মূল কাজ হবে, সংযুক্ত আরব আমিরাতকে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক মিডিয়া হাব হিসেবে গড়ে তোলা এবং এর মর্যাদা বাড়ানো। দেশটির কর্তৃপক্ষ মনে করে, সিনেমা ও অন্যান্য গণমাধ্যমের জন্য তাই অবশ্যই একটি নির্দিষ্ট নির্দেশিকা ও নিয়ম থাকা দরকার, যা মেনে তারা সবকিছু করবে।

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সংযুক্ত আরব আমিরাতে সিনেমা দেখাতে হলে কোন কোন বিষয়গুলো মানতে হবে। বা কোন বিষয় না মানলে তারা নিষেধাজ্ঞার কবলে পড়বে। আমিরাত সরকারের সাম্প্রতিক সময়ে জারি করা নয় নির্দেশিকা ও নিয়মের মধ্যে আছে:

এক. ইসলাম ও অন্যান্য ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা।

দুই. সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব, প্রতীক এবং প্রতিষ্ঠানকে সম্মান করা।

তিন. আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের নীতি ও সিদ্ধান্তকে সম্মান করা।

চার. সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক সম্পর্কের ক্ষতি করতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকা।

পাঁচ. সংযুক্ত আরব আমিরাত জাতিগত সংস্কৃতি ও সভ্যতা, জাতীয় পরিচয় এবং মূল্যবোধকে সম্মান করা।

ছয়. এমন তথ্য প্রদর্শন করা থেকে বিরত থাকা, যা জাতীয় ঐক্য বা সামাজিক সংহতিকে বিক্ষুব্ধ করে বা আপোস করা বোঝাতে পারে; এমনকি সহিংসতা বা ঘৃণার উদ্রেক করতে পারে অথবা সমাজে এবং সংযুক্ত আরব আমিরাতের আইনি ও অর্থনৈতিক ব্যবস্থায় বিরোধের মনোভাব প্রচার করতে পারে।

সাত. ন্যায়বিচার ও নিরাপত্তা যাতে ক্ষতির শিকার বা অপব্যবহার না হয় তা নিশ্চিত করা।

আট. ব্যক্তিগত গোপনীয়তার নিয়ম এবং লোকজনের ব্যক্তিগত জীবনকে সম্মান করা।

নয়. গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ বা অপরাধ সংঘটনের প্ররোচনা দিতে পারে এমন কোনো বিষয় সম্প্রচার করা থেকে বিরত থাকা।

আরও পড়ুন

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

২ দিন আগে

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৬ মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।

৩ দিন আগে

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

ট্রাম্পের নাগরিকত্ব অধ্যাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন।

৬ দিন আগে