logo
দরদাম

আজ দুবাইয়ে সোনার দর কিছুটা বাড়ল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ জানুয়ারি ২০২৫
Copied!
আজ দুবাইয়ে সোনার দর কিছুটা বাড়ল

দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ ১১ জানুয়ারি (শনিবার) স্থানীয় সময় সকালের সোনার দর দেওয়া হলো। গতকাল শুক্রবারের সঙ্গে তুলনা করলে এই দর কিছুটা বেড়েছে।

প্রতি গ্রাম হিসেবে দাম–

২৪ ক্যারেট ৩২৪.৭৫ দিরহাম।

২২ ক্যারেট ৩০০.৭৫ দিরহাম।

২১ ক্যারেট ২৯১.৯৫ দিরহাম।

১৮ ক্যারেট ২৪৯.৫০ দিরহাম।

উল্লেখ্য, যে কোনো সময় সোনার দর পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন