বিডিজেন ডেস্ক
জর্ডানের এলিগ্যান্ট ফ্যাশন (Elegant Prosports Fashion Co. Ltd.) বাংলাদেশ থেকে দক্ষ পুরুষ ও নারী কর্মী নেবে। প্রতিষ্ঠানটি কর্মী নেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে। কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। এ ছাড়া আসা-যাওয়ার বিমানভাড়াও দেবে প্রতিষ্ঠানটি।
বোয়েলসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলিগ্যান্ট ফ্যাশনে বিভিন্ন পদে ৭৬ জন নারী ও পুরুষ কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১০ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টার মধ্যে https://brms.boesl.gov.bd/ লিংকে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং চার্জ পরিশোধ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করে ১১ অক্টোবর (শুক্রবার) সকাল ৮টা থেকে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে পারবেন।
যেসব পদে কর্মী নিয়োগ দেওয়া হবে
১. মেশিন অপারেটর (নারী)। পদসংখ্যা: ৬০। বেতন: ১৭৭ ইউএস ডলার।
২. কোয়ালিটি কন্ট্রোলার (নারী)। পদসংখ্যা: ৭। বেতন: ২১০ ইউএস ডলার।
৩. কোয়ালিটি অ্যাসুরেন্স (নারী)। পদসংখ্যা: ৩। বেতন: ২১০ ইউএস ডলার।
৪. কুক (রাধুনি) (পুরুষ)। পদসংখ্যা: ১। বেতন: ২১০ ইউএস ডলার।
৫. সহকারী কুক (পুরুষ)। পদসংখ্যা: ২। বেতন: ১৭৭ ইউএস ডলার।
৬. ক্লিনার (পুরুষ)। পদসংখ্যা: ১। বেতন: ১৭৭ ইউএস ডলার।
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা এবং বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
চুক্তির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য)
আবেদনের বয়স: ২০-৩৮ বছর।
কর্মস্থল: জর্ডান।
চাকরির শর্ত ও সুবিধা
চুক্তি: ৩ বছর।
নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা–খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের খরচ দেবে।
জর্ডানে যাওয়ার এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
অন্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্য খরচ
নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। তবে মেডিকেল ফি ১০০০/– টাকা, পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫/– টাকা ও ফিঙ্গারপ্রিন্টের ফি ২২০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।
সাক্ষাৎকারের সময় যা আনতে হবে
চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি।
একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে।
বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড।
শিক্ষাগত/অভিজ্ঞতার (যদি থাকে) সনদ ও ভোটার আইডি কার্ড।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ
মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।
সাক্ষাৎকারের তারিখ: ১১ অক্টোবর শুক্রবার। সময়: সকাল ৮টা।
এ–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
সূত্র: বোয়েসেল।
(স্মারক ৪৯.০২.০০০০.০০০.১৩.০০৭.২৩.১৪৩০, তারিখ: ৭ অক্টোবর ২০২৪)
জর্ডানের এলিগ্যান্ট ফ্যাশন (Elegant Prosports Fashion Co. Ltd.) বাংলাদেশ থেকে দক্ষ পুরুষ ও নারী কর্মী নেবে। প্রতিষ্ঠানটি কর্মী নেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে। কর্মীদের থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। এ ছাড়া আসা-যাওয়ার বিমানভাড়াও দেবে প্রতিষ্ঠানটি।
বোয়েলসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলিগ্যান্ট ফ্যাশনে বিভিন্ন পদে ৭৬ জন নারী ও পুরুষ কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১০ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টার মধ্যে https://brms.boesl.gov.bd/ লিংকে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং চার্জ পরিশোধ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করে ১১ অক্টোবর (শুক্রবার) সকাল ৮টা থেকে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে পারবেন।
যেসব পদে কর্মী নিয়োগ দেওয়া হবে
১. মেশিন অপারেটর (নারী)। পদসংখ্যা: ৬০। বেতন: ১৭৭ ইউএস ডলার।
২. কোয়ালিটি কন্ট্রোলার (নারী)। পদসংখ্যা: ৭। বেতন: ২১০ ইউএস ডলার।
৩. কোয়ালিটি অ্যাসুরেন্স (নারী)। পদসংখ্যা: ৩। বেতন: ২১০ ইউএস ডলার।
৪. কুক (রাধুনি) (পুরুষ)। পদসংখ্যা: ১। বেতন: ২১০ ইউএস ডলার।
৫. সহকারী কুক (পুরুষ)। পদসংখ্যা: ২। বেতন: ১৭৭ ইউএস ডলার।
৬. ক্লিনার (পুরুষ)। পদসংখ্যা: ১। বেতন: ১৭৭ ইউএস ডলার।
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা এবং বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
চুক্তির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য)
আবেদনের বয়স: ২০-৩৮ বছর।
কর্মস্থল: জর্ডান।
চাকরির শর্ত ও সুবিধা
চুক্তি: ৩ বছর।
নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা–খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের খরচ দেবে।
জর্ডানে যাওয়ার এবং তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
অন্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্য খরচ
নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। তবে মেডিকেল ফি ১০০০/– টাকা, পিডিও প্রশিক্ষণ ফি ৩০৫/– টাকা ও ফিঙ্গারপ্রিন্টের ফি ২২০ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।
সাক্ষাৎকারের সময় যা আনতে হবে
চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি।
একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে।
বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড।
শিক্ষাগত/অভিজ্ঞতার (যদি থাকে) সনদ ও ভোটার আইডি কার্ড।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ
মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।
সাক্ষাৎকারের তারিখ: ১১ অক্টোবর শুক্রবার। সময়: সকাল ৮টা।
এ–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
সূত্র: বোয়েসেল।
(স্মারক ৪৯.০২.০০০০.০০০.১৩.০০৭.২৩.১৪৩০, তারিখ: ৭ অক্টোবর ২০২৪)
[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]
৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা যায়।
২০২৪ সালের মে মাসের মধ্যে বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্রের ব্যাপক প্রতারণার প্রমাণ পেয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।