logo
প্রবাসে চাকরি

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২ দিন আগে
Copied!
বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান
সংলাপে শিক্ষা, প্রশিক্ষণ, নীতি ও কর্মশক্তি উন্নয়ন খাতের নেতারা অংশগ্রহণ করেন

বাংলাদেশের দক্ষতা, কর্মসংস্থান ও কর্মপ্রস্তুতি নিয়ে জাতীয় দৃষ্টিভঙ্গি নির্ধারণের লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল স্কিলস ডায়ালগ ২০২৬। এ সংলাপে শিক্ষা, প্রশিক্ষণ, নীতি ও কর্মশক্তি উন্নয়ন খাতের নেতারা অংশগ্রহণ করেন।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বনানীর হোটেল শেরাটনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি। আলোচনায় আরও বলা হয়, দক্ষতাকে একটি খাতভিত্তিক বিষয় হিসেবে নয়, বরং জাতীয় সম্পদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কে এম হাসান রিপন। তিনি বলেন, দক্ষতাই ভবিষ্যতের মুদ্রা। বাংলাদেশকে তার তরুণদের শুধু চাকরির জন্য নয়, বরং অভিযোজনক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হবে।

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সভাপতি মো. সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে ডিগ্রিকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার বাইরে এসে পাঠ্যক্রমে কর্মসংস্থানযোগ্যতা, শিল্প খাতের সংযোগ এবং দক্ষতা উন্নয়ন অন্তর্ভুক্ত করতে হবে। এতে গ্র্যাজুয়েটরা কর্মজীবনের জন্য আরও প্রস্তুত ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামুখী হবেন।

সংলাপে বক্তব্য দেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী সহসভাপতি ইউসুফ ইফতি। তিনি একটি স্বাধীন ও ভবিষ্যৎমুখী মানবসম্পদ উন্নয়ন কাঠামো গঠনের জরুরি প্রয়োজনের কথা তুলে ধরেন। এ ছাড়া ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়লা নাজনিন, সহসভাপতি মোহাম্মদ মোরাদ হোসেন এবং পরিচালক (ইনোভেশন) জিয়া উদ্দিন মাহমুদসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংলাপে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ইরিন আখতার, খ্যাতিমান প্রশিক্ষক কাজী এম আহমেদ ও নীলুফার করিম, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন এবং জনতার দলের মুখপাত্র দেল এইচ খান। সংলাপ শেষে বক্তারা একটি দক্ষ, কর্মপ্রস্তুত ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিক, অরাজনৈতিক ও সমন্বিত জাতীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৩ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫