
সংবাদদাতা, চট্টগ্রাম

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।
বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।
প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।
সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান।