logo
খবর

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং

সংবাদদাতা, চট্টগ্রাম০৯ জুলাই ২০২৫
Copied!
চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং

টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা দেখা দেওয়ায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়ি ঢালে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) লালখান বাজার, মতি ঝর্ণা, বাটালী হিল, বিশ্ব কলোনি, টাইগার পাস, বায়েজিদ ও আকবর শাহ এলাকার পাহাড়ের ঢালে মাইকিং করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর থেকে মাইকিং শুরু হয়েছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে জনসাধারণের উদ্দেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান তারা।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ইসমাইল ভুঁইয়া জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে—যা ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে।

বিগত বছরগুলোতে বর্ষাকালে ভূমিধসের কারণে চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছে।

আরও দেখুন

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৩ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৪ দিন আগে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

৪ দিন আগে