
প্রতিবেদক, বিডিজেন

এপ্রিলে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ (ইউএস) ডলার। যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের ১২ দশমিক শূন্য ২ শতাংশ।
তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯১১ কোটি ডলার।
আরও পড়ুন

এপ্রিলে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ (ইউএস) ডলার। যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের ১২ দশমিক শূন্য ২ শতাংশ।
তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। আগের অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯১১ কোটি ডলার।
আরও পড়ুন
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।